কোয়েলের আসন্ন মাতৃত্বের খবর ছড়িয়ে পড়তেই আনন্দের জোয়ার টলি পাড়ায়
বিনোদন ডেস্ক :- কোয়েল মল্লিক আবার মা হতে চলেছেন। এ বছর মল্লিক বাড়ির পুজো ১০০ বছরে পড়েছে। কিন্তু তবুও আর জি কর কাণ্ডের প্রতিবাদে এবার তাদের পুজোতে কোনো আড়ম্বর হচ্ছে না, পুজোটুকুই হচ্ছে। এই নিয়ে কোয়েলের মনে দুঃখ আছে, কিন্তু সব দুঃখ ছাড়িয়ে গেছে তাঁর আসন্ন মাতৃত্বের সংবাদে। কোয়েল মল্লিকের এই ইনস্টাগ্রাম পোস্টের পরেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে। টলি পাড়ার অন্য অভিনেত্রীরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। সোশ্যাল মিডিয়ায় পোস্টে সেই খুশির খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। ইনস্টাগ্রাম পোস্টে কোয়েল মল্লিক লিখেছেন, কবীরের দায়িত্ব বাড়তে চলেছে। ২০১৩ সালে প্রযোজক নিসপাল সিং রাণেকে বিয়ে করেন অভিনেত্রী কোয়েল মল্লিক। ২০২০ সালে কোয়েল নিসপালের প্রথম সন্তান কবীরের জন্ম। করোনা কালেই জন্ম নেয় কোয়েলের প্রথম সন্তান। তার বেশ কয়েক বছর পরেই তিনি ফের অভিনয়ে ফেরেন। মিতিন মাসি, রক্ত রহস্য সহ একাধিক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে কোয়েল মল্লিককে।