Friday, March 21, 2025
- Advertisement -

কোহলির পর টি-২০ অধিনায়ক ঘোষণা BCCI-এর! বাদ এই একাধিক নাম করা ক্রিকেটার।

- Advertisement -

অবশেষে টি-২০ ক্রিকেটের জন্য ভারতের অধিনায়কের নাম ঘোষণা করল বি সি সি আই। প্রত্যাশা মতোই কোহলি পরবর্তী দলের দায়িত্ব উঠল রোহিত শর্মার হাতে। কুড়ি ওভারের বিশ্ব কাপের পরই নভেম্বরের শেষে ভারতে সিরিজ খেলতে আসছে নিউজিল্যান্ড আগামী ১৭, ১৯ ও ২১ নভেম্বর কিউইদের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচ গুলিতে দলকে নেতৃত্ব দেবেন রোহিত। তবে আপাতত নিউজিল্যান্ড সিরিজেরর জন্যই দলের টি-২০ নেতৃত্বভার দেওয়া হয়েছে রোহিতকে। পাকাপাকি ভাবে তিনিই কুড়ি ওভারের অধিনায়কত্ব পাবেন কিনা, বোর্ডের প্রেস রিলিজে তা খোলসা করা হয়নি। অন্য দিকে, টি-২০ তে রোহিতের ডেপুটি নির্বাচিত হয়েছেন কে এল রাহুল। সহ-অধিনায়ক হিসেবে রোহিতের অনুপস্থিতিতে দলকে পরিচালনা করার গুরু দায়িত্ব তাঁর কাঁধে। কোহলির

নিউজিল্যান্ড সিরিজের জন্য অবশ্য নতুন করে দল ঘোষণা করেছে বি সি সি আই। সেই দল থেকে বাদ পড়েছেন সদ্য টি-২০ বিশ্বকাপ খেলা একাধিক তারকা। জানা গিয়েছে, আপাতত বিশ্রামে রয়েছেন বিরাট কোহলি। তাই কিউয়িদের বিরুদ্ধে টি-২০ দলে রাখা হয়নি তাঁকে। একই সঙ্গে দল থেকে বাদ পড়েছেন জসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, মহম্মদ শামি, রবীন্দ্র জাদেজা ও হার্দিক পান্ডিয়ার মতো তারকা। তাঁদেরকেও বিশ্রাম দেওয়া হয়েছে বলে খবর।

কোহলির পর টি-২০ অধিনায়ক ঘোষণা BCCI-এর! বাদ এই একাধিক নাম করা ক্রিকেটার।

আসানসোল লোকসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিহারীবাবু বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা ।

Women’s Day Special : নারী দিবস উপলক্ষ্যে ন্যাশনাল হিউম্যান উয়েলফেয়ার অর্গানাইজেশন এবং ইমারজেন্সি ব্লাড ব্যাংকের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠান শামশেরগঞ্জে।

Happy Women’s Day : বিশ্ব নারী দিবস স্পেশাল ।

বোর্ডের তরফে টি-২০ সিরিজের জন্য যে দল ঘোষণা করা হয়েছে, তাতে জায়গা পেয়েছেন একাধিক নতুন মুখ। আই পি এলের পার্পল ক্যাপ বিজয়ী হর্ষল প্যাটেল ও অরেঞ্জ ক্যাপ বিজয়ী ঋতুরাজ গাইকোয়ার সুযোগ পেয়েছেন দলে। এছাড়াও দলে এসেছেন শ্রেয়াস আইয়ার এবং আই পি এলে দুরন্ত পারফরম্যান্স করা ভেঙ্কটেশ আইয়ার। এছাড়াও দল নির্বাচনে বি সি সি আই ফের চমক দিয়েছে। বিশ্বকাপ থেকে বাদ পড়া যুজবেন্দ্র চাহাল এবং মহম্মদ সিরাজকে রাখা হয়েছে দলে। রয়েছেন সিনিয়র প্লেয়ার ভুবনেশ্বর কুমারও। নতুন মুখ হিসেবে দলে সুযোগ পেয়েছেন আবেশ খানও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments