টিভি ২০বাংলা ডেস্ক :- শ্রীধরপুর কো-অপারেটিভ ব্যাংকের ভোটে জয়ী হলো তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীরা । মেমারি দু’নম্বর ব্লকের সাতগেছিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্রীধরপুর অবিনাশ ইনস্টিটিউশনে ভোট প্রক্রিয়া সমাপ্তি হয় বেলা ২ ঘটিকায়। মোট ভোটার সংখ্যা ছিল ২২৯১ এবং আসন সংখ্যা ছিল ৪৬ টি। ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পরেই ভোট গণনা শুরু হয়। ৪৬ টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হন বলে জানালেন মেমারি দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ ইসমাইল। তিনি আরো বলেন,”মহামান্য আদালতের নির্দেশে এখানে ভোট হয়েছে। আমরা ৪৬ টা আসনই পেয়েছি। আসলে এটা রাজনৈতিক ভোট নয়। আমরা গণতন্ত্র মেনে ভোট দানের ব্যবস্থা করেছি। সমস্ত ভোটাররা এসে ভোট দিয়েছে। খুব সুন্দরভাবে, সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে।” অন্যদিকে নজরুল ইসলাম বলেন,”আমি ভোট পেয়েছি ১০৬টা। আমার প্রতিদ্বন্দ্বী ভোট পেয়েছে ১৪ টা। আমি ৯২ টা ভোটে লিড করছি।” পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী জনাব সিদ্দিকুল্লা চৌধুরী এলাকার সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে ধন্যবাদ জানালেন। ভোটকেন্দ্রে যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই বিষয়ে নজর রেখেছে পুলিশ কর্মীরা। পুলিশের নিরাপত্তার মধ্য দিয়ে চলে ভোট প্রক্রিয়া। স্বাভাবিকভাবেই পুলিশ প্রশাসনের নজর ছিল সজাগ দৃষ্টি সম্পন্ন যা চোখে পড়ার মতো।