Wednesday, December 4, 2024
- Advertisement -

খড়গ্রামে ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো।

- Advertisement -

Tv20Bangla:- মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার অন্তর্গত উত্তর গোপীনাথপুর গ্রামের তাঁতী পাড়া থেকে ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। মঙ্গলবার ভোর রাত্রে খড়গ্রাম থানার পুলিশ গোপন সুতেরে খবরের ভিত্তিতে অভিযান চালায় এবং সেয় অভিযান চালিয়ে ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করে খড়গ্রাম থানার পুলিশ। বম গুলো উদ্ধার হবার পর করা পুলিশি পাহারায় বোম গুলো রাখা হয়েছে এবং মুর্শিদাবাদ জেলা বোম ডিস্পিজ স্কোয়ার্ডকে খবর দেয়া হয় খড়গ্রাম থানার পুলিশের পক্ষ থেকে বোম গুলো নিষ্ক্রিয় করবার জন্য। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ালো গোটা উত্তর গোপীনাথপুর গ্রামের তাঁতী পাড়া এলাকা জুড়ে।খড়গ্রামে ড্রাম,খড়গ্রামে ড্রাম

খড়গ্রামে ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো।

MORE NEWS – আগ্নেয়াস্ত্রসহ ধৃত যুবক পুলিশের জালে।

নারায়ণ সরকার, মালদা, ০৫ এপ্রিল:- ফের আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল ইংরেজ বাজার থানার পুলিশ। সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মালদা শহরের আম বাজার এলাকায় গৌড় কন্যা বাস টার্মিনাস থেকে ধৃত এক দুষ্কৃতী কে গ্রেফতার করে পুলিশ। ধৃত যুবকের হেফাজত থেকে উদ্ধার হয়েছে একটি সেভেন এম এম পিস্তল। জানা গেছে, ধৃত যুবকের নাম রাহুল শেখ(২৬), বাড়ি মালদা শহরের ২৯ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপল্লী এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান ছিনতাই করার উদ্দেশ্যে ওই যুবক গৌড় কন্যা বাস টার্মিনাস এলাকায় ঘোরাঘুরি করছিল। তার আগেই তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার ধৃত দুষ্কৃতী কে মালদা জেলা আদালতে তোলা হয়েছে।

MORE NEWS – হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রাপকের হাতে তুলে দিল নৈহাটী থানার কর্তৃপক্ষ।

নিশীথ দাস, উত্তর ২৪ পরগনা:- উত্তর ২৪ পরগনা নৈহাটি থানার বিভিন্ন লোকের হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রাপকের হাতে তুলে দিল নৈহাটী থানার কর্তৃপক্ষ। মোট ১৭টি মোবাইল ফোন উদ্ধার করে এক বড়োসড়ো সাফল্যো তুলে ধরল নৈহাটি থানার পুলিশ। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসিপি-১ তুষার কান্তি পাঠক জানান মোবাইল ফোন এখন সব সময় কাজে লাগে। সুতরাং প্রয়োজনীয় জিনিস হারিয়ে গেলে মানুষের খুবই অসুবিধা হয়। CONTINUE READING

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পানীয় জলের বোতল ও কলম দিয়ে শুভেচ্ছা জানালেন ছাত্র যুব তৃণমূলের কর্মীরা।

বিষ্ণুপুর থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপি কর্মীদের।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments