Monday, January 13, 2025
- Advertisement -

খড়দহ এক অনুষ্ঠানে এসে গরু পাচার মামলায় গ্রেপ্তার অনুব্রত প্রসঙ্গে মুখ খুললেন সাংসদ সৌগত রায়

- Advertisement -

 

নিশীথ দাস টিভি ২০ বাংলা :- গরু পাচার মামলায় সিবিআই এর হাতে অনুব্রত মণ্ডলের গ্রেফতার প্রসঙ্গে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের দমদম লোকসভার সাংসদ সৌগত রায়।

বৃহস্পতিবার দুপুরে উত্তর ২৪ পরগনা খড়দহের রুইয়া ৫৬ নম্বর বাসস্ট্যান্ডে আয়োজিত তৃণমূলের রাখি বন্ধন উৎসবে যোগ দিয়ে সৌগত বলেন “অনুব্রতের গ্রেফতারি আমি অত্যন্ত দুঃখিত। অনুব্রত ভালো সংগঠক ছিল, দলের ক্ষতি হলো। তবে ওর কোনো দোষ এখনো প্রমাণিত হয়নি, তাই ওকে কি করা হবে তা দল নিশ্চয়ই পরে সিদ্ধান্ত নেবে।

পার্থ চ্যাটার্জির ব্যাপারে আমরা লজ্জিত তবে অনুব্রতের ব্যাপারে আমরা এখনো সঠিক জানিনা । চার্জশিটে ওর নাম ছিল না। তার অভিমত “একটা অসুস্থ লোককে জোর করে নিয়ে যাওয়া ঠিক নয়। নরেন্দ্র মোদির দুই ভাই ইডি আর সিবিআই । কেউ দোষী প্রমাণিত হলে দল তার সঙ্গে কোনোরকম সম্পর্ক রাখবে না বলেই জানান সৌগত। শুভেন্দু আধিকারি কে কেন এখনো গ্রেফতার করা হয় নি সেই প্রশ্নও তোলেন তৃণমুল সাংসদ। যারা বিজেপির বড়ো বন্ধু নীরব মোদি তারা পালিয়ে গেছে ।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments