প্রতিনিধি , কৌশিক ঘোষ,কোতুলপুর:- মহাসপ্তমী সকাল শুরু হয় মহাসপ্তমীর এবং মঙ্গল ঘট উত্তোলনের মধ্য দিয়ে। মহাসপ্তমীর মায়ের ঘাট এবং মঙ্গলঘট নিয়ে সারিবদ্ধ ভাবে গ্রামের মহিলারা মায়ের মন্দিরে পৌঁছালেন।উৎসবকে ঘিরে, করোনা বিধি মেনে গ্রামের প্রত্যেকটি মানুষ উৎসবে মেতে উঠেছেন।
2021 সালে বিমল শিকারিয়া এবং গ্রামবাসীদের আর্থিক সহায়তায় খিরী দুর্গোৎসব কমিটির তত্ত্বাবধানে মায়ের মন্দির তৈরি হয়।কিছুদিন আগেই মহা ধুমধামে মায়ের মন্দিরের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা হয়েছে তাই এই উৎসবে গ্রামবাসীদের মধ্যে বাড়তি আবেগ ও উদ্দীপনা চোখে পড়ার মতো।