Friday, December 6, 2024
- Advertisement -

খেলতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল এক কিশোর

- Advertisement -

মেহেবুব মাসুম মুর্শিদাবাদ :- খেলতে গিয়ে ডোঙ্গা থেকে পড়ে নিখোঁজ এক কিশোর। নাম অজয় মন্ডল বয়স দশ। বৃহষ্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে রানীনগর থানার চর রাজাপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় যে, বন্ধুদের সঙ্গে অজয় পদ্মা নদীর ধারে খেলা করতে যায়। পরে বন্ধুরা মিলে নদীতে মাছ ধরবে বলে ঠিক করে। তাছাড়া তারা মাঝে মধ্যেই নদীতে স্নান করতে যায় বলে বলে জানা যায়। তবে যেভাবেই হোক নদীতে নামলে জলে তলিয়ে যায় অজয় মন্ডল। ঘটনার খবর জানাজানি হলে স্থানীয়রা কয়েক ঘন্টা তল্লাশি চালালেও তলিয়ে যাওয়া কিশোরের কোনো সন্ধানই পায়নি। তারপর খবর দেওয়া হয় রানীনগর থানার পুলিশকে। পুলিশ ও বিডিওর তৎপরতায় শুক্রবার সকালেই এলাকায় পৌছায় বহরমপুর সিভিল ডিফেন্স টিম। তখন থেকেই বোর্টের মাধ্যমে শুরু হয় তল্লাশি । না পেয়ে জলের তলাই তল্লাশি শুরু করে ডুবুরি ।  যদিও এখন পর্যন্ত নিঁখোজ অজয় মন্ডল কে পাওয়া যায়নি। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments