Tv20Babgla:- গতকাল থেকে চাঁদ দেখা গেছে। রমজান মাসের তারাবি সুন্নত নামাজ শেষ হয়েছে গতকাল সন্ধ্যায়। আজ ভোর সাড়ে তিনটের মধ্যে সেহরি খাবার খেয়ে চলবে ফজরের নামাজ এরপর সারাদিন রোজা, সন্ধের সময় মাগরিবের নামাজের আজান শুনে খাওয়া-দাওয়া। এভাবেই চলবে একমাস। অর্থাৎ আজকের চাঁদ থেকে পরের চাঁদ ওঠার মধ্যে কখনো 29 টা কখনোবা 30 টা রোজা করবেন মুছুল্লিরা। মহিলারা বাড়িতে একজন ইমাম সাহেবা হয়ে বাকিরা তাকে অনুসরণ করে নামাজ পড়বেন একই পদ্ধতিতে একই সময়ে। মসজিদে একত্রিত হয়ে নামাজ পড়াকে বলা হয় জমাত। কেউ যদি না আসতে পারেন অথবা কর্মক্ষেত্র কোথাও আটকে পড়েন নামাজ কাজা না করে সময় অনুযায়ী সেইখানেই উপযুক্ত পরিবেশ তৈরি করে নামাজ পড়েন। গতকাল সন্ধ্যায়, গতকাল সন্ধ্যায়
তবে জামাতের সাথে নামাজ পড়া অনেকটাই ভালো। শিশুদের ক্ষেত্রে 12 বছরের নিয়ম থাকলেও অনেক সময় অভিভাবকদের সাথে এসে তারাও এই প্রথায় অভ্যস্ত হয়। তবে নামাজের আগে উজু করা অর্থাৎ নিজেকে পবিত্র করে তবেই প্রবেশ করতে হয় মসজিদে। নামাজ পড়া হলো আল্লাহর এবাদত অর্থাৎ উপাসনা করা, এরপরে আল্লাহর কাছে দোওয়া অর্থাৎ আশীর্বাদ চাওয়া হয়। সারাদিন রোজা থেকে একমাস প্রতীক্ষায় সকলে খুশির ঈদের জন্য।
গতকাল সন্ধ্যায় তারাবি সুন্নত নামাজ শেষে, আজ ভোরে সেহরিসেরে ফজরের নামাজের মধ্য দিয়ে শুরু হলো ঈদের প্রথম রোজা।
MORE NEWS – গভীর রাত পর্যন্ত চেঁচামেচি, তারপর সব চুপ! অশোকনগরে ঘটে গেলো এক মর্মান্তিক ঘটনা৷
নিশীথ দাস, উত্তর ২৪ পরগনা:- সারারাত ধরে চলল স্বামী-স্ত্রীর মধ্যে বচসা অশান্তি তারপরই সব শেষ। মৃত শান্তা বিশ্বাস এবং স্বামী বিশ্বনাথ বিশ্বাসের মধ্যে শুক্রবার গভীর রাত পর্যন্ত অশান্তি চলছিল। স্থানীয়দের দাবি, শনিবার সকালেও দু’তিনবার স্বামী বিশ্বনাথ বিশ্বাসকে ঘরে ঢুকতে বেরোতে দেখেছেন স্থানীয়রা। ঘরের ভেতর বিছানা থেকে মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার অশোকনগর কল্যাণগড় পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের আশ্রাবাদ কলোনি এলাকায়। মৃতার নাম শান্তা বিশ্বাস (৩৭)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে স্থানীয়রা জানালা দিয়ে দেখতে পান গৃহবধূ ঘরের মধ্যে অচৈতন্য অবস্থায় বিছানায় পড়ে রয়েছেন। CONTINUE READING
চন্ডিপুর ধর্ষন কান্ডের নির্যাতিতা পরিবারের সাথে দেখা করল জেলা তৃণমূল নেতৃত্ব।
বাল্যবিবাহ রোধে কোতুলপুর এর বিভিন্ন স্কুলে স্কুলে প্রচার প্রশাসনের