মিঠুন মন্ডল,পশ্চিম বর্ধমান :-
রানীগঞ্জের পাঞ্জাবি মোড় থেকে এক ট্রান্সপোর্ট ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫ শে জুন ৭৫ লক্ষ টাকা ও চার ভরি সোনার গহনা চুরি যাওয়ার ঘটনার পর সমস্ত টাকা ও সোনার গহনা সহ এক মহিলা ও এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ঘটনা প্রসঙ্গে জানা যায় রানীগঞ্জের পাঞ্জাবি মোড়ের সুকান্ত পল্লীর এক বাড়ি থেকে নগদ অর্থ ও সোনা উদ্ধার করতে সম্ভবপর হয় তারা। ঘটনা প্রসঙ্গে জানা যায় সুকান্ত পল্লীর বাসিন্দা ট্রান্সপোর্ট ব্যবসায়ী অভিজিৎ মুখার্জির স্ত্রী মমতা রওয়ানি, ধানবাদে ল পড়তে গিয়ে নবীন সিং নামে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার নবীন সিং এর সঙ্গে প্রণয় সম্পর্কে লিপ্ত হয়। পরে তারা পরিকল্পনা করে ২৫ তারিখ বাড়ির তালা খুলে রেখে চলে গিয়ে বাড়িতে চুরি করার জন্য টাকা ও সোনার গহনা রেখে যায় মমতা, এরপরওই নবীন সিং সময় বুঝে ২৫ তারিখ ৭৫ লক্ষ টাকা ও গহনা নিয়ে চম্পট দেয়। এই ঘটনার খবর পুলিশ প্রশাসনকে দেওয়ার পরই পাঞ্জাবি মোর ফাঁড়ির পুলিশ ঘটনার তদন্তে নেমে বিস্তর জিজ্ঞাসাবাদ করে ওই ব্যবসায়ী স্ত্রীর কথায় অসংগতি লক্ষ্য করে তাকে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে সমস্ত ঘটনা। এরপর পুলিশের বিশেষ তদন্তকারী দল সিসিটিভি ফুটেজ ধরে ঘটনার মূল ষড়যন্ত্রকারী মমতা রাওনি ও নবীন সিং এর সম্পর্ক খুঁজে পায়। সেখান থেকেই তারা নবীন সিং এর খোঁজ তল্লাশি করে কলকাতার এক ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করে নবীনকে। পরে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকা, মমতা রওয়ানিকেও হেফাজতের ন্যায় পুলিশ। তাদের জিজ্ঞাসা বাদ করেই উঠে আসে মূল রহস্য। পুলিশ রানীগঞ্জের এক বাড়ি থেকে ওই নগদ অর্থ ও সোনা উদ্ধার করে। এদিন ধৃত ওই মহিলা ও ব্যক্তিকে আসানসোল জেলা আদালতে পাঠানো হলে বিচারক তাদের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।