নিজস্ব প্রতিনিধি :- গরমের ছুটি শেষ ?? দীর্ঘ দুমাস পর গ্রীষ্মের ছুটি কাটিয়ে আগামী ২৭ জুন অর্থাৎ সোমবার থেকে রাজ্যের সমস্ত স্কুল খুলে যাচ্ছে । ইতিমধ্যেই স্কুল শিক্ষা দপ্তর থেকে স্কুল খোলার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । স্কুল খোলার বিষয়ে স্কুল শিক্ষা দপ্তর থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কোভিড বিধি মেনে চলার কথা । একইসঙ্গে বঙ্গে বর্ষার আগমন, বর্ষায় ডেঙ্গি, ম্যালেরিয়ার প্রকোপ যাতে না বাড়ে, তাও খেয়াল রাখতে ও স্কুল পরিষ্কার রাখতে নির্দেশ দেওয়া হয়েছে । একইসঙ্গে মিড-ডে মিল নিয়ে সচেতন থাকতেও বলা হয়েছে ।