নিজস্ব সংবাদদাতা :- গরু পাচারকান্ড মামলায় ফের অনুব্রত মণ্ডলকে তলব করল সিবিআই। সোমবার নিজাম প্যালেসে তাঁর হাজিরার নির্দেশ দিলেন সিবিআই।
ফের অস্বস্থিতে পড়লেন বীরভূম জেলার তৃণমূল বিধায়ক অনুব্রত মণ্ডল। সোমবার নিজাম প্যালেসে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে সিবিআই কিন্তু সূত্র মারফত জানা গেছে এদিন অনুব্রত মণ্ডলের এসএসকেএম হাসপাতালে চেকআপের জন্য যাওয়ার কথা। দুপুর ১২ টায় এসএসকেএম হাসপাতালে তিনি যাবেন। রবিবার সন্ধ্যায় ইমেল মারফত তা জানিয়ে দিয়েছিল অনুব্রত মণ্ডলের আইনজীবী। এই ইমেলের পাল্টা জবাব দিয়ে সিবিআই জানিয়ে দেয়, হাসপাতালের চেকআপের পরেই তিনি যেন নিজাম প্যালেসে উপস্থিত হয়।
রবিবার সন্ধ্যায় অনুব্রত মণ্ডল কলকাতার ফ্ল্যাটে এসে উপস্থিত হয়েছেন এবং সেখানেই তাঁর আইনজীবীদের সাথে তিনি বৈঠক করেন। তৃণমূল বিধায়কের আইনজীবীর বক্তব্য আপাতত তিনি পিজি-র চিকিৎসকদের কথা মতোই সব করছেন। সিবিআই অনুব্রত মণ্ডলের শারীরিক পরীক্ষার রিপোর্ট চেয়েছেন পিজি হাসপাতালের কর্তৃপক্ষের থেকে। সকাল ১১:৩০ মিনিট নাগাদ অনুব্রত মণ্ডল এসএসকেএমের উদ্দেশে বেড়িয়ে পরেন।
এছাড়াও অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেলক গ্রেফতার করে সিবিআই এবং তাঁর বাড়ি তল্লাশি করে প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি পাওয়া যায়। অনুমান করা হচ্ছে, সম্পত্তির বৃদ্ধির পরিমানের সাথে গরু পাচারকান্ড জড়িত।
গত বুধবার অনুব্রতর ঘনিষ্ঠ ব্যবসায়ী টুলু মন্ডলকে টানা ১০ ঘন্টা জেরা করা হয়েছিল এবং তাঁর বাড়ি তল্লাশিও করা হয়েছিল। পাশাপাশি পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল করিম খান ও তাঁর সহযোগী জিয়াউল হক শেখের বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। তিনজনের বাড়ি থেকে অনেক দামি গাড়ির কাগজপত্র, নগদ টাকা, অনেক অ্যাকাউন্ট ডিটেইলস্ পাওয়া গিয়েছে।