নিজস্ব প্রতিনিধি মালদা :- গর্ভবতী স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।প্রাণ বাঁচাতে নিজের বাবা-মায়ের কাছে আশ্রয় নিয়েছে স্ত্রী।এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে হরিশচন্দ্রপুর থানার তুলসীহাটা গ্ৰাম পঞ্চায়েতের সুলতাননগর গ্রামে।
বুধবার স্বামী,শশুর,শাশুড়ি সহ ৪ জনের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা স্ত্রী লালবানু বিবি।অভিযোগ দায়ের হতেই গা ঢাকা দিয়েছেন অভিযুক্তরা। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে ৭ বছর আগে লালবানুর সাথে বিয়ে হয় একই গ্ৰামের বাসিন্দা মোহাম্মদ সাহেরের।মেয়ের মা মাজেদা বিবির অভিযোগ,বিয়ের পর থেকে শুরু হয় অত্যাচার ও মারধর।এরই মধ্যে মঙ্গলবার রাতে মেয়েকে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ করে মারার চেষ্টা করে।৮ মাসের গর্ভবতী মেয়ে কোন রকমে পালিয়ে প্রাণে বাঁচে। একপ্রকার বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়।
হরিশচন্দ্রপুর থানার পুলিশ জানান,লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।