রাকেশ চক্রবর্তী, হুগলী:- হিন্দমোটর নিউ স্টেশন রোডের বেবি সুর তার মেয়েকে সাইকেল করে স্কুলে দিয়ে আসতে গিয়েছিলেন।রাজেন্দ্র অ্যাভিনিউতে স্কুলের সামনে দশটার সময় সাইকেল চাবি দিয়ে ভিতরে ঢোকেন। পাঁচ মিনিট পর বেরিয়ে দেখেন সাইকেল নেই। পাশের একটি দোকানের সিসি টিভিতে দেখা যায় একটি স্কুটারে দুই যুবক স্কুলের সামনে এলো। স্কুটার কিছুটা হাঁটিয়ে নিয়ে এসে ঠিক স্কুলের সামনে থেকে চেপে চলে গেলো একজন। আর একজনের হাতে ব্যাগ ছিল।পকেট থেকে চাবি বের করে সাইকেলের তালা খুলে সাইকেল চালিয়ে চলে গেলো। গতকাল এই ঘটনায় উত্তরপাড়া থানায় অভিযোগ জানিয়েছেন গৃহবধু বেবি সুর। বেবির বন্ধু অনন্যা চক্রবর্তী তার ফেসবুকে সিসিটিভি ফুটেজ শেয়ার করে সাইকেল খুঁজে দিতে আবেদন জানান।গলির উত্তরপাড়ায় ,গলির উত্তরপাড়ায়
উত্তরপাড়ায় বেশ কিছুদিন ধরে পর পর চুরির ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা। ফ্ল্যাট বা বাড়ি ফাঁকা রেখে কোথাও যেতে ভয় পাচ্ছেন। এবার দিনের বেলায় জন বহুল এলাকা থেকে সাইকেল চুরির ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও এই বিষয় পুলিশের এক কর্তা জানান তাঁরা যথেষ্ট গুরুত্বের সঙ্গে এই বিষয়টি দেখছেন এবং উত্তরপাড়া থানা এলাকায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বেশ কিছু সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গলির উত্তরপাড়ায় সাইকেল চুরির ছবি ধরা পড়ল সিসি টিভিতে,খু্ঁজে দিতে সামাজিক মাধ্যমে আবেদন বন্ধুর।
MORE NEWS – মুর্শিদাবাদের পর এবার দাসপুরের রাজমিস্ত্রির সঙ্গে পালতে গিয়ে পুলিশের হাতে নাতে ধরা পড়লো গৃহবধূ।
শুভ চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর:- বছর গড়াতে না গোড়াতেই আবারো রাজমিস্ত্রির সঙ্গে পালতে গিয়েছিলো গৃহবধূ। কিন্তু সেই আসা বিফলে যায়। বেশ কিছু দিন আগে মুর্শিদাবাদেও ঠিক এমনি একটি ঘটনা ঘটে। ঘটনার সূত্রপাত হয় বাড়ী তৈরি করাকে নিয়ে। জানাজায় মুর্শিদাবাদের কর্মকার পরিবারের দুই যা শীতের পোশাক কিনবে বলে একসঙ্গে রওয়া দিয়েছিলো। তবে ছোট যা তার ৭ বছরের সন্তান কেউ নিয়ে গিয়েছিল। অন্যদিকে পরিবারের লোকেরা জানতো তাঁরা শ্রীরামপুরে যাবে। কিন্তু ঐদিন দুপুর থেকেই তাঁদের ফোন বন্ধ হয়ে যায়। এই নিয়ে মুর্শিদাবাদের পুলিশ জানতে পারে ছোট বৌ এর ফোনে একি নম্বর থেকে বারবার ফোন আসছিলো। তদন্ত করে জানাগিয়েছিলো ঐ নম্বর টি আসলে একটি রজমিস্ত্রীর। জানাজায় ঐ কর্মকার পরিবারে বেশ কয়েক মাস আগে বাড়ীর কাজে এসেছিলো কিছু রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি দের প্রেমে পড়েই একসঙ্গে দুই যা নিখোঁজ হয়েছিল। CONTINUE READING