গহনা চুরির অভিযোগে ধৃত মহিলার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের।
গোপাল বিশ্বাস -ঃ-নদীয়া-ঃ বাড়ি থেকে গহনা চুরির অভিযোগে এক মহিলাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল, নবদ্বীপ আদালত।
জানা যায় নবদ্বীপ মনিপুর ঘাটরোড এলাকার শর্মিলা সাহা নামক এক মহিলা গত রবিবার নবদ্বীপ থানায় তার বাড়ির গহনা চুরির অভিযোগ দায়ের করে
মনিপুর রোড এলাকার রাখি, বসু, নামক মহিলার বিরুদ্ধে।
অভিযোগকারীর অভিযোগ গত মনসা পূজোর দিন তার বাড়ি থেকে বেশ কিছু অলংকার চুরি হয়, পরে তিনি জানতে পারেন এই চুরির পেছনে ধৃত মহিলার যোগ আছে।
অভিযোগ পেয়ে গত সোমবার পুলিশ ধৃতকে গ্রেফতার করে আদালতে পাঠালে আদালত তাকে ২ দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেয়।
আজ তার মেয়াদ শেষ হতে পুনরায় পুলিশ ধৃত মহিলাকে আদালতে পাঠালে আদালত তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।