Monday, January 13, 2025
- Advertisement -

গাছ লাগানোর বার্তা দিলেন ব্লক২ সভাপতি অরুমায় গায়েন

- Advertisement -

বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- গত বছর আমফান ও প্রাকিতিক দুর্যোগের কারণে অনেক পুরনো গাছ নষ্ট হয়ে গেছে,তার মধ্যে আবার গাছ কেটে প্রকৃতিকে ধ্বংস করছে এক শ্রেণীর মানুষ। যার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই পরিবেশ রক্ষার জন্য প্রকৃতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে প্রতিটি মানুষের বেশি বেশি করে গাছ লাগানোর জন্য, সচেতন করার পাশাপাশি বক খালি মৌসুমী দ্বীপে সৃষ্টি নির্জন কটেজে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পূজা দিয়ে বিভিন্ন রকমের গাছ লাগালেন ব্লক ২ সভাপতি অরূমায় গায়েন । প্রকৃতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মৌসুমী দ্বীপ সৃষ্টি নির্জন কটেজে পূজা দিয়ে গাছ লাগিয়ে বেশি করে গাছ লাগানোর বার্তা দিলেন ব্লক ২ সভাপতি অরুমায় গায়েন

তিনি বলেন আগের বক খালি মৌসুমী দ্বীপ এখনকার মৌসুমী দ্বীপ অন্য রকম। মানুষ মৌসুমী দ্বীপ বেড়াতে আসেন বিভিন্ন রকম গাছ দেখতে, কিন্তু বহু গাছ গত বছর আম্ফান থেকে জস ও প্রাকিতিক দুর্যোগের কারণে ক্ষতি হয়েছে। যার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তিনি সর্ব স্তরের মানুষের কাছে আবেদন জানান বেশি বেশি করে গাছ লাগান পরিবেশ কে রক্ষা করুন। প্রকৃতিকে ধ্বংসের হাত থেকে বাঁচান, যদি প্রকৃতিকে বাঁচাতে হয় তাহলে প্রত্যেক মানুষকেই গাছ লাগাতে হবে। আর বেশি করে গাছ লাগালে পরিবেশ ধ্বংসের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বক খালি মৌসুমী দ্বীপ এর বাসিন্দারা।

গাছ লাগানোর বার্তা দিলেন ব্লক২ সভাপতি অরুমায় গায়েন

More News- মুর্শিদাবাদের দৌলতাবাদে বালিরঘাটের বাস দুর্ঘটনার আজ ৪ বছর পূর্তি

মেহেবুব মাসুম মুর্শিদাবাদ :- এখনও এখানে এলে ফিরে আসে বিভীষিকা স্মৃতি। চারিদিকে হাহাকার, চিৎকার, কান্না। বাতাস ভারী হয়ে আসে। ২০১৮ সালে আজকের দিনেই  মুর্শিদাবাদের দৌলতাবাদের বালিরঘাটে নলিনী বাগচি ব্রিজে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। আজ থেকে প্রায় তিনবছর আগে ২০১৮ সাল ২৯ শে জানুয়ারি সোমবার ঠিক এই দিনে নদিয়ার করিমপুর থেকে মালদা জেলার দিকে যাওয়ার রাজ্য পরিবহন কর্পোরেশনের একটি বাস (NBSTC) মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ এলাকায় সকাল ৬.৩০টায় বালিরঘাট সেতুর রেলিং ভেঙে খালে পড়ে যায় । বাসটিতে ৫৬ জন যাত্রী ছিলেন এবং কেউ কেউ তাদের মধ্যে সাঁতরে খাল পার হতেও পেরেছিল, বেশ কয়েকজন ডুবে যাওয়া বাসের ভিতরে আটকা পড়েছিল। Continue Reading

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments