Tuesday, March 25, 2025
- Advertisement -

গৃহবধু হত্যার অভিযোগে গ্রেফতার তিন, দোষীদের কঠোর শাস্তির দাবীতে গ্রামবাসীদের মিছিল।

- Advertisement -

Tv20 Bangla:- গতকাল বাঁকুড়া জেলার রতনপুরে উদ্ধার হয় এক গৃহবধূর মৃতদেহ। গৃহবধূর পরিবার সূত্রে ওঠে যে পরিকল্পনা মাফিক শ্বশুর বাড়ির লোকজন তাকে হত্যা করেছে। এই বিষয়ে নিকটস্থ পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন মৃত গৃহবধূর সোনালী পরামানিকের (২৫) বাড়ির লোকজন। গৃহবধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছিল ওন্দা থানার অধীনস্থ পুলিশ ফাঁড়ির পুলিশ। আজ পুলিশ মৃতার স্বামী সোমনাথ পরামানিক ও তার মা, বাবাকে গ্রেপ্তার করে বাঁকুড়া জেলা আদালতে পেশ করলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। যদিও গৃহবধূর এই মৃত্যু খুন নাকি আত্মহত্যা তদন্ত সাপেক্ষ তবুও তার শ্বশুরবাড়ির অমানবিক অত্যাচারেই গৃহবধূর মৃত্যু হয়েছে সেই অভিযোগেই একটি মিছিল বের করেন গ্রামবাসীরা। গৃহবধু,গৃহবধু

বিভিন্ন প্ল্যাকার্ড হাতে আজকের এই মিছিল সংঘটিত হয়, গৃহবধূ সোনালী দেবীর মৃত্যুর কারণ তার স্বামী শ্বশুর-শাশুড়ি ছাড়া ননদ-নন্দাই এই অভিযোগও ওঠে এমনকি দোষীদের মৃত্যু দন্ডেরও দাবী করেন মিছিলে অংশগ্রহন কারী লোকজনেরা। এক গ্রামবাসী জানান, তাদের ভগ্নীসম একজনের জীবন এই ভাবে শেষ হয়ে গেলো তার উপযুক্ত বিচার চাই। তবে ঠিক কারনে সোনালী দেবীর মৃত্যু তার তদন্ত চালাচ্ছে পুলিশ।

গৃহবধু হত্যার অভিযোগে গ্রেফতার তিন, দোষীদের কঠোর শাস্তির দাবীতে গ্রামবাসীদের মিছিল।

MORE NEWS – মানসিকভাবে অসুস্থ এক মহিলাকে পরিবারের হাতে তুলে দিলো সোনামুখী আরপিএফ।

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া:- মানসিকভাবে অসুস্থ এক মহিলাকে পরিবারের হাতে তুলে দিলো সোনামুখী আরপিএফ। আবারো মানবিক মুখের পরিচয় দিল সোনামুখী আরপিএফ। মঙ্গলবার শিউলি দা নামে বছর পঁচিশের এক মহিলাকে তার পরিবারের হাতে তুলে দিল সোনামুখী আরপিএফ। যার বাড়ি পূর্ব বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত শ্যামসুন্দরপুর এলাকায়। সোনামুখী আরপিএফ সূত্রে জানতে পারা যায়, ওই মহিলা সোনামুখী স্টেশনে দীর্ঘ সময় ধরে স্টেশনে ঘোরাঘুরি করছিলে এবং তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এই ঘটনা সোনামুখী আরপিএফ এর নজরে আসতেই তাকে জিজ্ঞাসাবাদ করেন ঠিক কি কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত রয়েছেন। জানা যায় তিনি বাপের বাড়ি থেকে মনোমালিন্য, CONTINUE READING

কাঞ্চন মল্লিকের জন্মদিনের পরে ফের জল্পনার মুখে বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী।

প্রগ্রেসিভ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও কাওয়াগাব হারিপোতা শিশু সঙ্ঘের যৌথ উদ্যোগে রক্তদান শিবির।

অবৈধ পার্কিং রুখতে ফুটপাতে উচ্ছেদ অভিযান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments