নিজস্ব সংবাদদাতা নদীয়া :- নদীয়ার শান্তিপুর শহরের এক নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ কলোনী এলাকার রিমা ঘোষের বাড়িতে ভাড়া থাকা এক দম্পতির মধ্যে কলহ লেগে থাকত প্রায়ই, এমনটাই জানাচ্ছেন প্রতিবেশী ভাড়াটিয়া, কামনা বিশ্বাস। তিনি বলেন গতকাল রাতে কি হয়েছিল তা জানিনা তবে, আজ সকালে সুশান্ত মন্ডল নামে ওই লোকটি কাঁদতে কাঁদতে তার ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। যদিও আমরা ওই বাড়ির ভাড়াটিয়াদের মালিক রিমা ঘোষ এর পক্ষ থেকে কোন বক্তব্য পাইনি। তবে পুলিশ সূত্রে জানা গেছে আজ সকালে, রামকৃষ্ণ কলোনিতে ভাড়া থাকা মল্লিকা মন্ডল ২৬ বছর বয়সী এক গৃহবধূকে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় আজ। পরক্ষণেই সুশান্ত মন্ডল নামে এক ব্যক্তি তার একটি বাচ্চাকে নিয়ে, থানায় এসে উপস্থিত হয় ঘটনা জানাতে। মল্লিকা মন্ডল নামে ওই গৃহবধূ স্বামী পেশায় রাজমিস্ত্রির কাজ করেন, তারা ক্যানিং থেকে আনুমানিক ৬ মাস নাগাদ আগে এক সন্তান সহ শান্তিপুরের এই বাড়ি ভাড়া নেন। তবে ওই গৃহবধূর পা বাধা , এবং খাটের উপর বটি থাকায়, প্রতিবেশী অনেকেই মনে করছেন তাকে মেরে ফেলা হয়েছে। যদিও তার শরীরে উপরিভাগে কোন ক্ষত চিহ্ন নেই, তবে পা বাঁধা অবস্থায় দেখেছেন অনেকেই।
মৃতদেহর ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর
ঘটনা খতিয়ে দেখবে শান্তিপুর থানার পুলিশ ।