নিজস্ব প্রতিনিধি মালদা:- গোপন সুত্রে খবর পেয়ে ক্রেতা সেজে এক কচ্ছপ বিক্রেতাকে গ্রেফতার করল বনদপ্তর।তার কাছ থেকে উদ্ধার হয়েছে পাঁচটি বড় মাপের কচ্ছপ এবং ১৪ টি ছোট কচ্ছপ। যদিও সুযোগ বুঝেই একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলে একজন ধরা পরে যায়। উদ্ধার হওয়া কচ্ছপ এবং ধৃত ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে জেলা বনদপ্তরে।বনদপ্তর সূত্রে জানা গেছে এর আগেও ওই ব্যক্তিকে বেআইনি ভাবে কচ্ছপ বিক্রির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। ডিএফও সিদ্ধার্থ বি জানান,গোপন সূত্র মারফত তারা খবর পান গাজোলের নয়া পাড়া এলাকায় বিপুল বিশ্বাস নামে এক ব্যক্তি কচ্ছপের মাংস বিক্রি করছেন। এই খবর পাওয়ার পর ফাঁদ পাতে বনদপ্তর।
ওই ব্যক্তির কাছে কচ্ছপ আছে, এই বিষয়ে নিশ্চিত হওয়ার পর ক্রেতা সেজে ওই বাড়িতে যান বনদপ্তরের রেঞ্জ অফিসার সুদর্শন সরকার সহ বনকর্মীরা।এরপর হাতেনাতে ধরা হয় বিপুল বিশ্বাসকে। যদিও সুযোগ বুঝে অপর একজন পালিয়ে যায়। উদ্ধার করা হয় পাঁচটি বড় (১২ থেকে ১৫ কেজি ওজনের) কচ্ছপ এবং ১৪ টি ছোট (১ থেকে ২ কেজি ওজনের) কচ্ছপ। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে বিপুল বিশ্বাস দীর্ঘদিন ধরেই বেআইনি ভাবে কচ্ছপের মাংস বিক্রি করে আসছে। মূলত উত্তর প্রদেশ থেকে এই কচ্ছপগুলি তার কাছে আসে। এগুলি হচ্ছে গ্যঞ্জেটিক সফট শেল টার্টল প্রজাতির।
গোপন সুত্রে খবর পেয়ে ক্রেতা সেজে এক কচ্ছপ বিক্রেতাকে গ্রেফতার করল বনদপ্তর।
MORE NEWS – আসানসোল লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশই উত্তপ্ত হচ্ছে লোকসভা কেন্দ্রের রাজনৈতিক পরিবেশ।
কাজল মিত্র :- সামনে লোকসভা উপনির্বাচন আর হাতে গোনা কয়েকটি দিন বাকি। তার আগেই আসানসোল লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশই উত্তপ্ত হচ্ছে লোকসভা কেন্দ্রের রাজনৈতিক পরিবেশ। সব রাজনৈতিক দলের থেকে প্রচার চলছে জোরকদমে।এদিন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল কেও দেখা গেল বার্নপুর ইস্কো কারখানার গেটে নির্বাচনী প্রচারে। আসন্ন আসানসোল লোকসভা উপনির্বাচনের দিন যত সামনে এগিয়ে আসছে নির্বাচনের প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে আসানসোলের লোকসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল নির্বাচনী প্রচার সারলেন বার্নপুর ইস্কো কারখানার গেটে শ্রমিকদের সাথে বৈঠক করেন।তিনি বলেন ইস্কো সাথে আমার অনেক দিনের সম্পর্ক।ছোট বেলায় পরিবারের সঙ্গে ঘুরতে আসতাম। সাথে লিফলেট বিতরণ করেন। CONTINUE READING