মাধব দেবনাথ, নদিয়া : রান্না করার সময় গ্যাস সিলিন্ডার লিক করে ভয়াবহ বিপত্তি, অল্পের জন্য প্রাণে বাঁচলো একটি প্রাণ। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। নদীয়ার শান্তিপুর ব্লকের নৃসিংহ পুর হাউস সাইট কলোনির ঘটনা। জানা যায় বৃহস্পতিবার দুপুরে ওই এলাকার বাসিন্দা উর্মিলা ওঝা বাড়িতে ছেলের জন্য রান্না করছিলেন, ঠিক তখনই গ্যাস সিলিন্ডারে দাও দাও করে আগুন জ্বলতে থাকে, নিমিষের মধ্যে সেই আগুনের শিখা ছড়িয়ে পড়ে পাশের ঘরেও । তবে ওই বৃদ্ধার হাতে এবং পায়ে আগুনের ছাকা লাগাই তিনি এখন অসুস্থ।
তড়িঘড়ি স্থানীয়রা ফোন করে শান্তিপুর ডোমকল বিভাগকে, এরপর একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের কর্মীরা, তড়িঘড়ি আগুন নেভানোর চেষ্টা করে। তবে আগুনের শিখা যদি আরও তীব্রতর হত তাহলে আরো বড়সড় দুর্ঘটনা ঘটতে বলে জানিয়েছেন দমকল বিভাগের আধিকারিক। ঘটনায় মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্যদিকে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। এ প্রসঙ্গে দমকল বিভাগের আধিকারিক সুশান্ত মন্ডল জানিয়েছেন, তাদের প্রাথমিক অনুমান, সিলিন্ডারের পাইপ থেকে এই আগুন লাগতে পারে।
তবে মানুষ যদি একটু সাবধানতা অবলম্বন করে তাহলে এই ধরনের ঘটনা থেকে রেহাই সহজেই পাওয়া যায়। অনেকের গাফিলতির কারণে সময় মত সিলিন্ডারের পাইপ না পরিবর্তন করলে সেগুলি পুরনো হয়ে যাওয়ায় এই ধরনের ঘটনা বেশিরভাগ ঘটে। পরবর্তীতে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। একপ্রকার বলা যেতেই পারে ডোমকল বিভাগের প্রচেষ্টায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ওই বৃদ্ধার পরিবার।