Saturday, December 7, 2024
- Advertisement -

চন্ডিপুর ধর্ষন কান্ডের নির্যাতিতা পরিবারের সাথে দেখা করল জেলা তৃণমূল নেতৃত্ব।

- Advertisement -

পার্থ ঝা,মালদা:- এক দশম শ্রেণীর ছাএীকে মুখ-হাত বেঁধে পিস্তল দেখিয়ে ধর্ষনের অভিযোগ প্রতিবেশি যুবক শেখ রাইহানের বিরুদ্ধে। ঘটনায় শোরগোল মালদহের শোভানগর অঞ্চলের চন্ডিপুর এলাকায়।নির্যাতিতা কিশোরী বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার নির্যাতিতা পরিবারের সাথে দেখা করতে এলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
উল্লেখ্য, রবিবার সকাল নাগাদ নির্যাতিতা বাড়িতে একাই ছিলো। অভিযোগ,সেই সুযোগ বুঝে প্রতিবেশি যুবক শেখ রাইহান বাড়িতে এসে দরজা খুলতে বলে তবে নির্যাতিতা দরজা খুলতে রাজি না হওয়ায়। তারপর দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ছাএীর ওরনা জড়িয়ে মুখ বেঁধে এবং হাত পা বেঁধে দেয়। নির্যাতিতা চিৎকার করলে অভিযুক্ত যুবক পিস্তল দেখিয়ে প্রাণে মারার হুমকি দেয় বলে অভিযোগ। এরপর ছাএীকে ধর্ষন করে বলে অভিযোগ। ধর্ষনের কথা বাড়ির লোকজনকে জানায় নির্যাতিতা কিশোরী।

শারীরিক অবনতি হলে পরিবারের লোকজন ইংরেজবাজার থানায় নিয়ে যায়। ওই প্রতিবেশি যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। বর্তমানে নির্যাতিতা মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসাধীন। আজ নির্যাতিতা পরিবারের সাথে দেখা করতে আসেন মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বকশি, মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিএী মিএ, মালদা জেলা পরিষদ সভাধিপতি এটি এম রফিকুল হোসেন , জেলা পরিষদের কর্মাধক্ষা প্রতিভা সিংহ, শিক্ষক মোয়াজ্জেম হোসেন সহ তৃণমূল নেতৃত্ব। এদিন নির্যাতিতা পরিবারের সাথে দেখা করে সব রকম সাহায্যের আশ্বাস দেন।

চন্ডিপুর ধর্ষন কান্ডের নির্যাতিতা পরিবারের সাথে দেখা করল জেলা তৃণমূল নেতৃত্ব।

MORE NEWS – বনধের প্রথম দিনে অত্যন্ত সক্রিয় পুলিশ প্রশাসন।

নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া :- বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন 28 ও 29 শে মার্চ সারা ভারত সাধারন ধর্মঘটের ডাক দিয়েছেন। যদিও বাঁকুড়া জেলার সোনামুখী পাত্রসায়ের ইন্দাস এলাকায় সেভাবে বনধের কোনো প্রভাবই পড়েনি। তার উপর বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসন অত্যন্ত সতর্ক ছিলেন। সোমবার বনধের প্রথম দিনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সোনামুখী সার্কেল সি আই গৌতম তালুকদার ও পাত্রসায়ের থানার ওসি বিদ্যুৎ কুমার পাল পাত্রসায়ের থানার বিভিন্ন প্রান্তে টহল দেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রশাসনের এই ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। পাশাপাশি সোনামুখী ও ইন্দাসেও একই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। CONTINUE READING

পিয়ারবেড়া অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আলী হোসেন মল্লিকের উদ্যোগে মাক্স বিতরণ কর্মসূচি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments