Saturday, December 7, 2024
- Advertisement -

চন্দ্রচুর মন্দিরে সকলের মঙ্গল কামনায় পুজো দিলেন আসানসোল লোকসভা উপনির্বাচন এর বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল।

- Advertisement -

কাজল মিত্র:- আসানসোলের বাইপাস স্থিত চন্দ্রচূড় মন্দিরে নীলষষ্ঠী উপলক্ষে দেখা গেল ভক্তদের সমাগম।দূর দূরান্ত থেকে ভক্তরা পুজো দিতে আসেন একই সাথে এদিন মন্দিরে পুজো দিতে এলওন আসানসোল লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল।তিনি সবার জন্য মঙ্গল কামনা করেন, মন্দিরে এসে প্রার্থনা করেন এবং পূজো দেন। নীল পুজোর একদিন আগেই আসানসোল লোকসভা উপনির্বাচন শেষ হয়েছে যার ফলাফল ১৬ তারিক হবে। আর ফলাফলের আগেই চন্দ্রচুর মন্দিরে সকলের মঙ্গল কামনায় পুজো দিলেন আসানসোল লোকসভা উপনির্বাচন এর বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। তিনি বলেন, মঙ্গলবার নির্বাচনে মোট সিক্সটি এইট পারসেন্ট ভোট হয়েছে।আর আমি ১০০% আশাবাদী যে আমি এই উপ-নির্বাচনে জয় যুক্ত হবো।ধন্যবাদ জানাই আমার নেতৃত্ব কে, তবে বিশেষ করে ধন্যবাদ জানাব আমার দলের কর্মীদের সবসময়েই আমাকে সকাল থেকে রাত পর্যন্ত সাহায্য করেছ। ধন্যবাদ জানাব আমার আসানসোল বাসিকে করজোড়ে ধন্যবাদ জানাবো যে আপনারা বাড়ি থেকে বেরিয়ে এসে ভোট দিয়েছেন। জেতা তো ভগবানের ইচ্ছায় তবে আমি আশাবাদী যে আমি জয়যুক্ত হব।

চন্দ্রচুর মন্দিরে সকলের মঙ্গল কামনায় পুজো দিলেন আসানসোল লোকসভা উপনির্বাচন এর বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল।

MORE NEWS – হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে এক যুবকের হাতে ফিরিয়ে দিল সোনামুখী আরপিএফ।

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া:- হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে এক যুবকের হাতে ফিরিয়ে দিল সোনামুখী আরপিএফ। হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে এক যুবকের হাতে তুলে দিলো সোনামুখী আরপিএফ। বুধবার সোনামুখী থানার বেল ডাঙ্গা গ্রামের বাসিন্দা রানা তপসী বাঁকুড়া থেকে ট্রেনে করে সোনামুখীতে নামেন এবং ট্রেনে তার নিজের মোবাইল ফেলে বাড়ি চলে যায় । পরে সোনামুখী আরপিএম ট্রেনে রুটিনমাফিক চেকিং করার সময় মোবাইলটি নজরে আসে তাদের। পরে সোনামুখী আরপিএফ ওই যুবকের খোঁজ করে মোবাইলটি ওই যুবকের হাতে তুলে দেন। CONTINUE READING

মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

বেঙ্গালুরুতে সাংবাদিক ও নাট্যশিল্পীদের নির্যাতনের ঘটনায় প্রতিবাদে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়। 

রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার অধীনে ফুলচাষ বিষয়ে বিষ্ণুপুর সাব ডিভিশনের 30 জন চাষিকে দেওয়া হল একদিনের প্রশিক্ষণ।

বারাসাত চাঁপাডালি এলাকায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় সোমবার সন্ধ্যায় উদ্ধার করলো বারাসাত থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments