নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া : -রাজ্য সড়কের উপর চলন্ত গাড়িতে দাউ দাউ করে জ্বলে উঠলো আগুন, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাটি ঘটেছে হিড়বাঁধ থানার ইটামাড়া এলাকার রাজ্য সড়কের উপর। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে খাতড়া দমকল বিভাগের কর্মীরা বেশ কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও গাড়িটির শেষ রক্ষা হয়নি, পুড়ে ছাই হয়ে গেল এই গাড়িটি। তবে কোন হতা হতের খবর নেই।
পুলিশ ও দমকল সূত্রে জানা যায়, সোমবার সকাল প্রায় ছ’টা নাগাদ পুরুলিয়ার মান বাজার থেকে ইটামাড়া হয়ে বাঁকুড়া দিকে আসছিলো এই গাড়িটি, তবে ইটামাড়া এলাকার রাজ্য সড়কের উপর দিয়ে যাওয়ার সময় চলন্ত গাড়িতে আগুন জ্বলে ওঠে,যা অল্প সময়ের মধ্যেই আগুন গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। জ্বলন্ত গাড়ির ভিতরে থাকা শুধুমাত্র ড্রাইভার তড়িঘড়ি গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় হিড়বাঁধ থানার পুলিশ ও খাতড়া দমকল বিভাগের কর্মীরা এবং দমকল বিভাগের কর্মীদের একটি ইঞ্জিনের বেশ কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে গাড়িটি একেবারে পুড়ে ছাই হয়ে যায়। তবে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট এর জেরেই গাড়িতে আগুন লেগেছে তবে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হিড়বাঁধ থানার পুলিশ।
চলন্ত গাড়িতে দাউদাউ করে জ্বলে উঠলো আগুন অল্পের জন্য রক্ষা পেল
More News – লোকসভায় পাস হয়েগেল কৃষি আইন প্রত্যাহার বিল। বিরোধীদের হইহট্টগলের মধ্যে স্থগিত অধিবেশন
মেহেবুব মাসুম :- বিরোধীদের হই-হট্টগোলের মাঝেই লোকসভায় পাস হয়ে গেল কৃষি আইন প্রত্যাহার বিল। এ দিন অধিবেশনের শুরুতেই বিরোধী সাংসদরা কৃষি আইন প্রত্যাহার বিল নিয়ে আলোচনার দাবিতে বিক্ষোভ শুরু করলে দুপুর ১২টা অবধি লোকসভা স্থগিত করে দেওয়া হয়। পরে ফের অধিবেশন শুরু হলে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার কৃষি আইন প্রত্যাহার বিল পেশ করেন এবং তা ধ্বনি ভোটে পাশ করানো হয়। এবার রাজ্যসভায় এই বিল পেশ করা হবে। গত ১৯ নভেম্বর, গুরু নানক জয়ন্তীর দিনই সকলকে চমকে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন, তিন কৃষি আইন প্রত্যাহার করে নেওয়া হবে। তিনি বলেন, “কৃষি আইন আনার পিছনে দেশের মহৎ উদ্দেশ্য থাকলেও দেশের একাংশ কৃষককে এই আইনের গুরুত্ব সম্পর্কে বোঝানো যায়নি। Continue Reading