Wednesday, December 4, 2024
- Advertisement -

চাকরি দেওয়ার নামে প্রতারণা৷

- Advertisement -

নিশীথ দাস, বারাসাত, উত্তর ২৪ পরগনা:- লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ নিউ ব্যারাকপুরে বাড়ি ভাড়া নিয়ে চলছিল এই প্রচারণার কাজ, মঙ্গলবার ঘটনা সামনে আসতেই গ্রেপ্তার ৫৷ দেশ জুড়ে বাড়ছে দিনের-পর-দিন আর এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু মানুষ তাদের জালে পা ফাঁসাচ্ছে একের পর এক মানুষকে৷ মঙ্গলবার এমনই ঘটনা ঘটলো উত্তর 24 পরগনা জেলার নিউ ব্যারাকপুরে ৷ চাকরি দেওয়ার নামে প্রতারণা কাণ্ডে ধৃত ৫৷ বেশকিছু বেসরকারি সংস্থায় চাকরি দেওয়ার নাম করে কারো থেকে ৫ হাজার আবার কারো থেকে ১০হাজার টাকা নিয়ে দিনের পর দিন ঘরোনো চলছিলো জব এন্টারপ্রাইজ নামে ভুয়ো সংস্থা খুলে৷ প্রায় এক মাস ধরে রমরমিয়ে চলছিলো তাদের এই কারবার৷ প্রতারণা হওয়া কিছু যুবকের সন্দেহ হওয়ায় তারা স্থানীয় শাসক দলের নেতাদের কাছে বিষয়টি জানায়,ঘটনার জানাজানি হতেই এই ভুয়ো সংস্থা থেকে বহু অবৈধ নথি দেখে হাতে নাতে ধরাপড়ে ভুয়ো সংস্থার ৫ কর্মী৷ অবশেষে নিউব্যারাকপুর থানার পুলিশ এসে ভুয়ো সংস্থা বন্ধ করে দেয়৷ ভুয়ো প্রতারকদের আটক করে অভিযোগের ভিত্তিতে৷

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে উত্তর ২৪পরগনা নিউ ব্যারাকপুর পুর সভার ৮ নম্বর ওয়ার্ডের এম এম দত্ত রোডে ৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতারিত হওয়া লোকজন এই দিন নিউব্যারাকপুর আসে৷ তারা ইতিমধ্যেই চাকরি পাওয়ার আশায় টাকা দিয়ে ফেলেছ ধাপে ধাপে৷ এখনো পর্যন্ত এই সংস্থা মোট কত টাকা এই ভাবে আত্মসাৎ করেছ তার সঠিক হিসাব এখনো পাওয়া যায়নি৷গোটা ঘটনার তদন্তে নিউব্যারাকপুর থানার পুলিশ৷ নিউ ব্যারাকপুরে যে বাড়ি টি ভাড়া নিয়েছিল সেই বাড়িটি একজন সনামধন্য চিকিৎসকের বাড়ি৷ তিনি কোন কিছু না জেনেই এই প্রতারকদের বাড়ি ভাড়া দিয়েছিলেন৷ গত এক মাস যাবদ রয়েছে তারা এই বাড়িতে, এমনটাই জানান চিকিৎসক বাড়িওয়ালা৷

চাকরি দেওয়ার নামে প্রতারণা৷

MORE NEWS – চন্ডিপুর ধর্ষন কান্ডের নির্যাতিতা পরিবারের সাথে দেখা করল জেলা তৃণমূল নেতৃত্ব।

পার্থ ঝা,মালদা:- এক দশম শ্রেণীর ছাএীকে মুখ-হাত বেঁধে পিস্তল দেখিয়ে ধর্ষনের অভিযোগ প্রতিবেশি যুবক শেখ রাইহানের বিরুদ্ধে। ঘটনায় শোরগোল মালদহের শোভানগর অঞ্চলের চন্ডিপুর এলাকায়।নির্যাতিতা কিশোরী বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার নির্যাতিতা পরিবারের সাথে দেখা করতে এলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। CONTINUE READING

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments