নিশীথ দাস, উত্তর ২৪ পরগনা:- উত্তর ২৪ পরগনা পানিহাটি নরসিংহ দত্ত ঘাট রোড এলাকা বালক ব্রহ্মচারী আশ্রম এর কাছে একটি পরিত্যক্ত জমিতে মাটির নিচে সুড়ঙ্গে ২০ থেকে ২২ জন যুবককে আটকে রাখা হয়েছিল আর সেই যুবকদের মধ্যে একজন যুবক বিহারের বাসিন্দা ছিল ৷আর সেই যুবক ঐ জায়গা থেকে পালিয়ে বিহারে গিয়ে গাগৌরী থানায় অভিযোগ জানায়, তাদেরকে পানিহাটিতে এই জায়গায় আটকে রাখা হয়েছিল সেই অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে বিহার পুলিশ ব্যারাকপুর গোয়েন্দা অফিসারদেরকে সাথে নিয়ে পানিহাটি নরসিংহ দত্ত ঘাটে পরিত্যক্ত জমিতে অভিযান চালায় ৷ জমিতে জঙ্গল থাকার কারণে তদন্তের কাজ চালাতে অসুবিধা হয় তারপর শনিবার সকাল থেকে গোটা জমির জঙ্গল পরিষ্কার করা হয়। চাঞ্চল্যকর ঘটনা,চাঞ্চল্যকর ঘটনা
এবং সুরঙ্গের তল্লাশি চালানো হচ্ছে, খবর পেয়ে ঘটনা স্থলে পৌছায় পানিহাটির ১ নম্বর ওয়ার্ডের পৌর মাতা জুলি সরকার, জুলি সরকার জানান আমি ছোটো বেলা থেকে এই এলাকায় বড় হয়েছি কিন্তু এরকম ঘটনার কথা শুনিনি,বিহারের কোনো এক যুবক এই সুড়ঙ্গে আটকে ছিল ,তার অভিযোগের ভিত্তিতে এখানে গোয়েন্দা পুলিশের তৎপরতায় সুরঙ্গের তল্লাশি চলছে,আর আমি এই বিষয়ে কোনো অনুমান ও করেছি না,এখানে পুলিশ অফিসার আছেন, পুলিশ পুলিশের কাজ করছে তদন্তের পর বোঝা যাবে৷
চাঞ্চল্যকর ঘটনা পানিহাটিতে মাটির নিচে সুড়ঙ্গে আটকে রাখার অভিযোগ বিহারের এক যুবকের, চাঞ্চল্য পানিহাটি নরসিংহ দত্ত রোড এলাকায়৷
MORE NEWS – স্নান করতে নেমে পাথর খাদানের জলে তলিয়ে গেল দুই যুবক।
কাজল মিত্র :- স্নান করতে নেমে পাথর খাদানের জলেসাড়ে ৩০০ফুট গভীরে তলিয়ে গেল দুই যুবক।বৃহস্পতিবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার আসানসোল পুরনিগমের ১৫ নং ওয়ার্ডের কেডি সিং কোলিয়ারি এলাকায়। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর সূত্রে জানাজায় বৃহস্পতিবার দুপুরে আসানসোল ইসলামপুরের বাসিন্দা মহঃ বরকতুল্লা
টোটো করে মহঃ ফারহান সহ আরো ৫ জনকে নিয়ে আসানসোল উত্তর থানার কেডি সিং কোলিয়ারি এলাকায় আসে। সেখানে তারা একটি পাথর খাদানের জলে স্নান করতে নামে। কিন্তু আচমকাই বরকাতুল্লা ও ফারহান সাড়ে ৩০০ ফুট গভীর পাথর খাদানের জলে তলিয়ে যায়। তা দেখে অন্য ৫ জন সেখান পালিয়ে যায় এবং দুজনের বাড়ির লোকেদের সেই খবর দেয়।বিকেলের পরে দুই যুবকের পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছায়। CONTINUE READING