Friday, June 13, 2025
- Advertisement -

চার বছর পরেও এখনও কৌশিক কাঁদেন তাঁর পোষ্যর জন্য 

- Advertisement -

 

চার বছর পরেও এখনও কৌশিক কাঁদেন তাঁর পোষ্যর জন্য

কৌশিক গঙ্গোপাধ্যায় শুধুই চিত্র পরিচালক নয়, একজন খ্যাতনামা অভিনেতাও। কিন্তু তাঁর মনের গভীরে লুকিয়ে আছে একটা সংবাদনশীল মন। সেই মন মাঝে মাঝেই কেঁদে ওঠে ওর পোষ্যর জন্য। ৬ মার্চ দিনটিতে একেবারেই মন ভালো থাকে না বিজয়া ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের।

এই দিনটিতেই তিনি তাঁর আদরের একজনকে হারিয়েছেন। ফলে এই দিনটি এলেই মন খারাপ হয় পরিচালকের। ৪ বছর পেরিয়ে গেলেও অতীতের কোনও স্মৃতি ভুলতে পারেননি। প্রিয়জন হারানোর শোক কি আর অত সহজে ভোলা যায়! কিন্তু কাকে হারিয়ে ছিলেন এদিন কৌশিক? তাঁর আদরের পোষ্য জেটকে। শুধু তাই নয় তিনি তাঁকে শেষবারের মতো দেখতেও পাননি শহরে না থাকার দরুন।

কৌশিক গঙ্গোপাধ্যায় এদিন ফেসবুকের পাতায় জেটের একটি ছবি পোস্ট করেন। পোষ্যর ছবির সামনে রাখা একগুচ্ছ ফুল। সেই পোস্টেই তিনি এদিন একটি আবেগঘন বার্তা লেখেন। কাবেরী অন্তর্ধান পরিচালক ছবির ক্যাপশনে লেখেন, ”৪ বছর কেটে গিয়েছে!

এই দিনে সাড়ে ১৩ বছরের জেট আমাদের ছেড়ে চলে গিয়েছিল। আমি শহরে ছিলাম না। বেনারসে শ্যুটিং করছিলাম। সকালেই শ্যুটিং করার সময় ফোন পেয়েছিলাম ওর চলে যাওয়ার। মনে পড়ে না কবে ওরম ছোটবেলার মতো কেঁদেছিলাম!” তিনি এদিন আরও লেখেন, ”নৌকোতে সবাই আমরা চুপ করে বসে।

একটা চ্যাপটা শালপাতার থালায় জেটের ছবি, ফুল, আর প্রদীপ জ্বালিয়ে ভাসিয়ে দিলাম বেনারসের গঙ্গায়! সূর্য ডুবছে বলে আকাশের রং প্রদীপের শিখার মতো। আমার নৌকো বাড়ি ফিরছে, আর উল্টো স্রোতের টানে আমাদের আদরের জেট ফুলের ভেলায় ভাসতে ভাসতে প্রদীপটা নিয়ে ক্রমশ আমার থেকে দূরে, আরো দূরে চলে গেল।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments