টিভি ২০ বাংলা ডেস্ক :-
চলতি বছরে বৃষ্টির আগমন খাতায় কলমে থাকলেও বর্ষার দেখা মেলেনি তেমন । পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি না হলে চাষের ক্ষতি হবে নিশ্চয়ই। এই ক্ষতি থেকে বাঁচতে আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে।
এইরকম পরিস্থিতিতে চাষীদের পাশে দাঁড়ানোর জন্য রাজ্যে এক নতুন প্রকল্প তৈরি হয়েছে, যার নাম বাংলা শস্য বীমা। খারিফ মরশুমে ধান ও ভুট্টা ফসলের ক্ষেত্রে বীমা করানোর জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হয়। এই বিজ্ঞপ্তি জারি করার ফলে ধান ও ভুট্টা চাষীরা তাদের ফসলের জন্য বীমা করতে পারবেন।
উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চলতি মরশুমে ধান ও ভুট্টা চাষের জন্য বীমা করানোর শেষ তারিখ হল ৩১ জুলাই। এই বীমা করানোর ক্ষেত্রে সম্পূর্ণ চাষের প্রিমিয়ারের খরচা রাজ্য সরকারের এমনকি প্রাকৃতিক কারণে চাষের কোন ক্ষতি হলে সেই ক্ষতিপূরণের দায়ভার রাজ্য নেবে ।
নিয়ম অনুসারে কোন চাষীর ৭৫ শতাংশ চাষের ক্ষতি হলে ২৫ শতাংশ ক্ষতিপূরণ তিনি ফেরত পাবেন। পার্বত্য অঞ্চলে ৭৫ শতাংশ ক্ষতি হলে সেক্ষেত্রে ৫০ শতাংশ ক্ষতিপূরণ দেওয়া হয়। পশ্চিমবঙ্গ সরকারের এই নতুন প্রকল্পের জন্য সমস্ত রাজ্যের চাষীরা অনেক সুফল পাচ্ছেন।
অনলাইন বা অফলাইন উভয় পদ্ধতিতেই এই প্রকল্পে নাম নথিভূক্ত করা যায়। অফলাইন আবেদনের ক্ষেত্রে স্থানীয় যে কৃষি দপ্তর রয়েছে সেখানে যোগাযোগ করতে হবে এবং অনলাইনের ক্ষেত্রে নিম্নে ব্যবহৃত লিংকের সাহায্যে আবেদন করা যাবে।