Wednesday, January 22, 2025
- Advertisement -

চিত্তরঞ্জন শহরে তৃণমূলের বিরাট রোড শো, প্রচারে শত্রুঘ্ন সিনহা।

- Advertisement -

কাজল মিত্র :- ২০১৪ সালে আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপির টিকিটে জয়লাভ করে ছিলেন বাবুল সুপ্রিয়। কিন্তু এখন তিনি তৃণমূলে যোগদান করার পর পুনরায় আসানসোল লোকসভা নির্বাচন এর ঘোষণা হয়। এতে প্রতিটি দলের প্রার্থীরা রীতিমত ভোট ময়দানে ।তবে আসানসোলের লোকসভা আসন যেমন দখল করা তৃণমূলের প্রধান লক্ষ্য। ঠিক তেমনই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শত্রুঘ্ন সিনহাকে লোকসভায় পৌঁছে বিরোধী পক্ষ বিজেপিকে বিশেষ বার্তা দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে ভোট ময়দানে নেমেছেন শত্রুঘ্ন সিনহা ভোট প্রচারের দিন ঘোষণা হবার পর থেকেই তিনি প্রতিনিয়ত প্রচার চালিয়ে যাচ্ছেন। কখনো আসানসোল কখনো কুলটি আবার কখনো কয়লা অঞ্চল রানীগঞ্জ ও জামুড়িয়া।বিভিন্ন জায়গায় প্রচারের পাশাপাশি রবিবার চিত্তরঞ্জন রেল শহরেও প্রচার সারলেন তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা।চিত্তরঞ্জন শহরে,চিত্তরঞ্জন শহরে

রবিবার দিন প্রথমে তিনি চিত্তরঞ্জন তিন নাম্বার গেটে রোড শো শুরু করেন। সেই রোড শোয়ের মধ্যে কর্মীদের ভিড় দেখার মত ছিলো এবং বিহারী বাবুকে দেখার জন্য রেল আবাসনে থাকা মানুষ জন রাস্তায় বেরিয়ে পড়তে দেখা গেলো। কেউ সেলফি বা কেউ হাত মেলানোর জন্য এগিয়ে এলো। দুহাতে তুলে চিত্তরঞ্জনবাসীকে প্রণাম জানালেন শত্রুঘ্ন সিনহা। এদিন চিত্তরঞ্জন এর তিননম্বর গেট থেকে প্রচার শুরু হয়ে হসপিটালকলোনি, সিমজুরি,ফতেপুর, আমলাদহী বাজার হয়ে পুনরায় তিনম্বর গেটের কাছে প্রচার শেষ করেন।চিত্তরঞ্জনের পর সালানপুর ব্লকের পর্বতপুর থেকে রোড শো করেন তিনি সেখানেও ভিড় ছিলো দেখার মত। ফুলের তোড়া দিয়ে কর্মী সমর্থকরা স্বাগতম জানান তাকে। মানুষের কাছে পাওয়া এত পরিমাণে ভালোবাসা পেয়ে খুশি প্রকাশ করেন শত্রুঘ্ন সিনহা।

চিত্তরঞ্জন শহরে তৃণমূলের বিরাট রোড শো, প্রচারে শত্রুঘ্ন সিনহা।

সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর এই পরীক্ষা কে কেন্দ্র করে শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের 49 জন পরীক্ষার্থী কে উৎসাহ দিতে তুলে দেয়া হলো পরীক্ষা সামগ্রী।

সাগর দত্ত মেডিক্যাল কলেজে কাজ হারানো অস্থায়ী কর্মীদের বিক্ষোভ৷

প্রচারে শত্রুঘ্ন সিনহার সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ ব্যানার্জী ও বারাবনির বিধায়ক তথা আসানসোলের মেয়র তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধান উপাধ্যায়, সালানপুর ব্লক তৃণমূলের সভাপতি মহম্মদ আরমান, সালানপুর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ভোলা সিং, চিত্তরঞ্জন ব্লক তৃণমূলের সভাপতি তাপস ব্যানার্জি সহ অন্যান্য তৃণমূলের কর্মী সমর্থকেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments