জীবন রায়, উত্তর দিনাজপুর :-
এ যেন মেঘ না চাইতে জল, বিভিন্ন ঘটনায় খবরে আসা চোপড়ায় হঠাৎ করে একটি ঘটনা আনন্দ বয়ে এনেছে, আপনার আমার মত এই চোপড়ার একটি সাধারন ঘরে জন্ম নেওয়া ছেলে আজ সারা বাংলার অন্যতম সেরা মঞ্চ মাতিয়ে দিয়েছে।
চোপড়ার বুলেট-বি-ওয়ান, সকলের বিমান আজ রীতিমতো সেলিব্রিটি, ঘরের ছেলে আজ স্টার হতে চলেছে।
এমন অবস্থায় আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী সকলেই যেন মিলেমিশে আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে যখন সকলের প্রিয় বিমান বাড়ি ফিরেছে।
বাড়ি ফেরার পর থেকেই বাড়ি একেবারে লোকজনে গমগম করছে, নাওয়া-খাওয়ার সময় নেই কারো, দেখা করতে আসছেন সমাজের বিশিষ্ট মানুষজন, রিপোর্টারদের ভীড়… তার পাশাপাশি রামগঞ্জ আলো ওয়েলফেয়ার সোসাইটি প্রত্যেকেই এই চোপড়ার ছেলেকে সংবর্ধনা দেওয়ার জন্য উপস্থিত হয়েছিলেন।এ যেন বাড়িতে মেলা বসে গেছে, চাঁদের হাট বসেছে।
চোপড়া সুভাষনগরের প্রাক্তন সেনাকর্মী শ্রী বিশ্বনাথ সরকারের সুপু্ত্র এবং মাতা গীতা সরকারের গর্ভ রত্ন বিমানের গতকাল জি-বাংলা সারেগামাপা অনুষ্ঠানে প্রথম পর্বেই মনমাতানো পারফরম্যান্স এর পর আজ দুদিনের জন্য বাড়ি এসেছে বিমান।
এই জেলা, মহকুমা ও চোপড়ার সকল মানুষের মতো টিভি ২০ বাংলা পক্ষ থেকে অনেক শুভেচ্ছা “বুলেট” কে, সে অনেক এগিয়ে যাক, সকলের মুখ উজ্জ্বল করুক।