নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : ” চোর ধরো জেলে ভরো ” এই স্লোগান নিয়ে সোনামুখী পৌরশহরে প্রতিবাদ মিছিল ও পথ অবরোধ করল বিজেপি কর্মীরা ।
রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী এবং বর্তমান শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হতেই রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে । ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের প্রতিবাদে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস । অন্যদিকে শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে এ রাজ্যে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ” চোর ধরো জেলে ভরো ” এই স্লোগান নিয়ে সোনামুখী পৌরশহরে শনিবার বিকেলে একটি প্রতিবাদ মিছিল এবং পথ অবরোধ করল বিজেপি কর্মী সমর্থকরা । সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামীর নেতৃত্বে বিধায়ক অফিস থেকে একটি মিছিল করে সোনামুখী পৌরশহরের চৌমাথায় আসেন এবং সেখানে চৌমাথা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা । রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দেন তারা । পথ অবরোধের জেরে যানজট পরিস্থিতি তৈরি হয় । প্রায় ৩০ মিনিট বিজেপি কর্মী সমর্থকরা এই পথ অবরোধ করেন ।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী বলেন , আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবিলম্বে পদত্যাগ দাবি করছি । রাজ্যের একজন প্রাক্তন শিক্ষামন্ত্রী এত বড় দুর্নীতি করেছেন আর মুখ্যমন্ত্রী তিনি গদিতে বসে আছেন ওনার লজ্জা হওয়া উচিত অবিলম্বে উনার পদত্যাগ করা উচিত বলে জানান তিনি ।