মানিকচক:- করোনার কালো প্রকপ থেকে বাঁচতে আগেই সাধারণ মানুষদের ভ্যাকসিক দেওয়া হয়েছে।এরপর করোনা থেকে বাঁচাতে সরকারি ভাবে প্রত্যেক নাবালক অর্থাৎ ১২ থেকে ১৪ বছর বয়সী ছেলে-মেয়েদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়।শনিবার, মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর ই এ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সকাল থেকে শুরু হয় দ্বিতীয় ডোজ টিকা করণ প্রক্রিয়া। এদিনের টিকা করণে বিদ্যালয়ে প্রায় সকল পড়ুয়াদের টিকা করণ করা হয়। উপস্থিত ছিলেন মানিকচক গ্রামীন হাসপাতালে স্বাস্থ্যকর্মী এবং বিদ্যালয়ের শিক্ষকেরা। এবিষয়ে বিদ্যালয়ের সহ শিক্ষক মীর হাসান আলী বলেন, স্কুলের পড়ুয়ারা সঠিক সময়ে উপস্থিত হয়ে সারিবদ্ধ ভাবে দ্বিতীয় ডোজ নিলেন। দ্বিতীয় ডোজ নেওয়ার আগ্রহ তুঙ্গে। ছাএছাএীদের ভ্যাকসিনেশন,ছাএছাএীদের ভ্যাকসিনেশন
ছাএছাএীদের ভ্যাকসিনেশন শিবির মানিকচকে।
MORE NEWS – তৃণমূল বিধায়কের অভিনব কর্মসূচি, নটি পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করলেন বিধায়ক।
মাধব দেবনাথ, নদীয়া:- নটি পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দিল শান্তিপুরের তৃণমূল বিধায়ক কিশোর গোস্বামী। শুক্রবার শান্তিপুরের নিজ বাসভবনে বিধায়ক ব্রজকিশোর গোস্বামী খাদ্য সামগ্রী প্রদানের আয়োজন করেন। সেখানেই শান্তিপুর ৫ নম্বর ওয়ার্ডের প্রায় ১৮ মাস ধরে ঘর ছাড়া নটি পরিবারের সদস্যদের প্রদান করলেন এই খাদ্য সামগ্রী। জানা যায় গত দু’বছর আগে শান্তিপুর ৫ নম্বর ওয়ার্ডের এক যুবক খুন হয়, তারপর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। ওই যুবক খুন হওয়ার পরে ওই নটি পরিবারকে ঘরছাড়া হতে হয়। প্রায় দু’বছর পরে ওই ঘরছাড়া পরিবারগুলিকে তাদের ভিটেমাটিতে ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নেয় শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী এবং ওই ওয়ার্ডের নবনির্বাচিত তৃণমূল বিধায়ক প্রভাত বিশ্বাস। এরপরে ওই পরিবারগুলি তাদের ভিটেমাটিতে ফিরে আসে, কিন্তু ভিটেমাটিতে ফিরে আসার পরে এখন তারা কর্মহীন। CONTINUE READING
কাঞ্চন মল্লিকের জন্মদিনের পরে ফের জল্পনার মুখে বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী।
পথ দুর্ঘটনা এড়াতে ইন্দাস পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ পালন করা হলো।
হেরিটেজ শহর নবদ্বীপ ধামের রেল স্টেশনে সুন্দার্যায়ন ও আধুনিক ফুটওভার ব্রিজের কাজ চলছে দ্রুত গতিতে।