Saturday, December 7, 2024
- Advertisement -

ছাতনা ব্লকের বিভিন্ন জায়গা পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলাশাসক কে রাধিকা আইয়ার।

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি বাঁকুড়া:- ছাতনা ব্লকের বিভিন্ন জায়গা পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলাশাসক কে রাধিকা আইয়ার। আজ সকাল নাগাদ তিনি ছাতনা ব্লক এর দুবরাজপুরের আইসিডিএস সেন্টার,শালডিড়া অঞ্চলের বালগুমা গ্রামে ১০০ দিনের কাজ, রামপুরের ঘরে ঘরে জল প্রকল্পের কাজ তিনি খতিয়ে দেখেন। এছাড়াও জামতোড়া অঞ্চলের শালচুড়া উপস্বাস্থ্য কেন্দ্র এবং কাঁটাপাহাড়ি গ্রামে কর্মতীর্থ পরিদর্শনে যান। এছাড়া পরিদর্শনে ছিলেন ছাতনা ব্লক এর বিডিও শিশুতোষ প্রামানিক, পঞ্চায়েত সমিতির সভাপতি সহহেব বাউরী, পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মদক্ষ শংকর চক্রবর্তী,এছাড়া জেলা ও পঞ্চায়েত সমিতির সরকারি আধিকারিকরা।

ছাতনা ব্লকের বিভিন্ন জায়গা পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলাশাসক কে রাধিকা আইয়ার।

MORE NEWS – গ্রীষ্মের তীব্র তাপদাহ থেকে অবশেষে বৃষ্টি নিয়ে এলো স্বস্তির নিঃশ্বাস।

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া:- গ্রীষ্মের তীব্র তাপদাহ থেকে অবশেষে বৃষ্টি নিয়ে এলো স্বস্তির নিঃশ্বাস। শুক্রবার বিকেল থেকে কাল বৈশাখীর দেখা মিলল বাঁকুড়ায়। তীব্র ঝড়ের সাথে সমানভাবে শুরু হল ভারী বৃষ্টি। পাশাপাশি বিষ্ণুপুর সোনামুখী, ইন্দাসেও বৃষ্টির দেখা মিলল । স্বাভাবিক ভাবেই কিছুটা স্বস্তি ফিরে পেয়েছেন বাঁকুড়া বাসি ।কালবৈশাখীর দাপটে বাঁকুড়া মাচানতলা সতীঘাট সহ শহরের বিভিন্ন এলাকায় গাছ ভেঙে পড়ে এবং ইলেকট্রিক পোল থেকে তার ছিঁড়ে পড়ে ফলে বিচ্ছিন্ন হয় শহরের বিদ্যুৎ পরিষেবা। বাঁকুড়া সতীঘাট সংলগ্ন এলাকায় রাস্তার ধারে গাছ পড়ে যান চলাচল ব্যবস্থা অব্যাহত রাখতে বাঁকুড়া সদর থানার পুলিশ কর্মীরাই নিজেরাই রাস্তা থেকে গাছ কেটে পরিষ্কার করলেন। অজিত বৈদ্য নামে এক ব্যাক্তি বলেন, দীর্ঘ দিন বৃষ্টির দেখা নেই তীব্র গরমে হাসফাস অবস্থা হয়ে উঠেছিল এখন কিছুটা স্বস্তি ফিরে পেলাম।

MORE NEWS – ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দিলেন প্রাক্তন বিধায়ক ধীরেন্দ্রনাথ লায়েক। 

Tv20 Bangla:- ছাতনা বিধানসভার প্রাক্তন বিধায়ক ধীরেন্দ্রনাথ লায়েক এর নিজস্ব তহবিল থেকে মেট্যালা ও ধবন গ্রাম পঞ্চায়েত এর হাতে নতুন দুটি এম্বুলেন্স তুলে দেওয়া হয়। মেটালা প্রধান মানিক কর এবং ধবনের প্রধান মহাশ্বেতা মন্ডলের হাতে আজ ছাতনা ব্লক অফিস চত্বরে একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দিলেন প্রাক্তন বিধায়ক ধীরেন্দ্রনাথ লায়েক। মেটালা ও ধবন পঞ্চায়েতের সভার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এম্বুলেন্স এর, সেই সমস্যা মিটলো বলে জানান জেলা সহ-সভাপতি স্বপন মন্ডল। CONTINUE READING

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments