Monday, January 13, 2025
- Advertisement -

ছাতিনাকান্দি ব্যানার্জি পাড়ায় ছাতিনাকান্দি সুস্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন ।

- Advertisement -

তারকনাথ সিট মুর্শিদাবাদ :-

মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের ছাতিনাকান্দি ব্যানার্জি পারাই সোমবার ছাতিনাকান্দি সুস্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন করা হল কান্দি পৌরসভার পক্ষ থেকে। ছাতিনাকান্দি সুস্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন করেন কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকার। কান্দি শহরের ছাতিনাকান্দি এলাকার ৬, ১৪ এবং ১৮ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষকে পৌরসভার পক্ষ থেকে স্বাস্থ্যপরিসেবা দেবার উদ্দেশ্যে এই ছাতিনাকান্দি সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করা হলো সোমবারের দিন। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকার, কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক, কান্দি পৌরসভার সহকারী পৌরমাতা গৌরী সিংহ বিশ্বাস, মুর্শিদাবাদ জেলা অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক কান্দি মহকুমা তথা কান্দি মহকুমা হাসপাতালের অধীক্ষক ডঃ প্রণব কুমার মজুমদার, কান্দি পৌরসভার একাধিক ওয়ার্ডের পৌর প্রতিনিধি এবং পৌরসভার বিভিন্ন আধিকারিক ও এলাকার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments