Friday, December 6, 2024
- Advertisement -

ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দিলেন প্রাক্তন বিধায়ক ধীরেন্দ্রনাথ লায়েক।

- Advertisement -

Tv20 Bangla:- ছাতনা বিধানসভার প্রাক্তন বিধায়ক ধীরেন্দ্রনাথ লায়েক এর নিজস্ব তহবিল থেকে মেট্যালা ও ধবন গ্রাম পঞ্চায়েত এর হাতে নতুন দুটি এম্বুলেন্স তুলে দেওয়া হয়। মেটালা প্রধান মানিক কর এবং ধবনের প্রধান মহাশ্বেতা মন্ডলের হাতে আজ ছাতনা ব্লক অফিস চত্বরে একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দিলেন প্রাক্তন বিধায়ক ধীরেন্দ্রনাথ লায়েক। মেটালা ও ধবন পঞ্চায়েতের সভার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এম্বুলেন্স এর, সেই সমস্যা মিটলো বলে জানান জেলা সহ-সভাপতি স্বপন মন্ডল। পাশাপাশি এদিন কৃষি কলেজ এর উন্নতি কল্পে প্রিন্সিপাল স্যারের হাতে নতুন চারচাকা গাড়ির চাবি তুলে দেন প্রাক্তন বিধায়ক। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সহ সভাপতি স্বপন মন্ডল, জেলা কিসান ক্ষেতমজুর সেলের সাধারণ সম্পাদক শংকর চক্রবর্তী, ছাতনা ব্লক এর বিডিও শিশুতোষ প্রামানিক সহ অন্যান্য সরকারি আধিকারিরা।

ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দিলেন প্রাক্তন বিধায়ক ধীরেন্দ্রনাথ লায়েক।

MORE NEWS – বিধায়ক ও সামাজিক সংগঠনের উদ্যোগে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির জন্মদিন পালন।

নদীয়া, মাধব দেবনাথ:- শান্তিপুরের সামাজিক সংগঠন নবজাগরণ ও শান্তিপুরে বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর অভিনব উদ্যোগ। শুক্রবার শান্তিপুরের অতি প্রবীণ মানসিক ভারসাম্যহীন বলাই ট্রাফিক বলে পরিচিত এক ব্যক্তির কেক কেটে জন্মদিন পালন করলেন বিধায়ক ও নবজাগরণের সদস্যরা। শুক্রবার সকালে ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে প্রথমে চুলদাড়ি কাটিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করে নতুন পোশাক পরিয়ে প্রবেশ করানো হয় শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর বাড়ির কার্যালয়ে। সেখানেই অভিনবভাবে ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির জন্মদিন পালন করলেন সকলেই। জানা যায় ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি শান্তিপুর ডাকঘর মোড় সংলগ্ন এলাকায় সারাদিনই ঘুরে বেড়ান। শান্তিপুরের সমস্ত মানুষের কাছে ট্রাফিক বলাই বলেই পরিচিত ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। CONTINUE READING

বিধায়ক ও সামাজিক সংগঠনের উদ্যোগে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির জন্মদিন পালন।

তীব্র গরমে বড় ছাতা বিলির উদ্যোগ নেয় যুব তৃণমূল কংগ্রেস নেতা প্রসেনজিৎ দাস।

খুশির ঈদের শান্তি-শৃঙ্খলা এবং সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনিক মিটিং, মসজিদ কমিটি এবং ইমামদের সাথে।

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে সোশ্যাল মিডিয়ায় কুৎসা ছড়ানোর প্রতিবাদে শান্তিপুর থানাতেও অভিযোগ দায়ের।

Eid ঈদ উপলক্ষে হটুগঞ্জ আইমা ইউনিট এর উদ্যোগে, শতাধিক জন দুস্থ ব্যক্তিকে নতুন বস্ত্র প্রদান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments