মেহেবুব মাসুম :- মুর্শিদাবাদ জেলায় গত বুধবার প্রশাসনিক কর্মকর্তা দের নিয়ে বৈঠক করেন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এ দিন বিড়ি শিল্প বাঁচাতে সংশ্লিষ্ট মালিক পক্ষের সঙ্গে আলোচনায় বসতে মুর্শিদাবাদ জেলা প্রশাসনকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে বিড়ি শ্রমিকদের জন্য জঙ্গিপুরে নতুন একটি E S I হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতিও বুধবার দেন তিনি । কিন্তু এর আগেও শীতকালীন অধিবেশনে জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান এই বিড়ি শ্রমিকদের জন্য E S I হাসপাতাল নির্মাণের কোথাও তিনি সংসদে বলেন। এদিন আবারও বহরমপুর রবীন্দ্র সদনে প্রশাসনিক বৈঠকে উপস্থিত হয়ে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন এর প্রস্তাবে বিড়ি শিল্প ও শ্রমিকদের দুর্দশার কথা তুলে ধরেন। জঙ্গিপুরে বিড়ি শ্রমিক
জঙ্গিপুরে বিড়ি শ্রমিক দের জন্য নতুন হাসপাতাল তৈরীর নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
অভিষেক বন্দোপাধ্যায় ফ্যান ক্লাব তৈরি করলেন এগরার তৃণমূল কংগ্রেসের নেতা জয়ন্ত সাউ
প্রাক্তন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, জঙ্গিপুর মহকুমায় কেন্দ্রীয় সরকারের হাসপাতালে চিকিৎসক নেই। দরিদ্র বিড়ি শ্রমিকরা চিকিৎসা পান না। মুর্শিদাবাদে প্রায় দশ লক্ষের বেশি বিড়ি শ্রমিক রয়েছেন। কেন্দ্রীয় সরকারের উচিত আইনের সরলীকরণ করা। জেলার কয়েক লক্ষ আদিবাসীরা বিড়ি শিল্পের সঙ্গে জড়িত। জেলার সংখ্যালঘু দরিদ্র মানুষ সেই বিড়ি বেঁধে সংসার চালান। বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ ওই বিড়ি কিনে খাওয়ার পয়সা টুকু নেই অনেক মানুষের। কেন্দ্রীয় সরকার ২৮ শতাংশ জি এস টি নিচ্ছে বিড়িতে। সেই জি এস টি ৬-১২ শতাংশ করা হলে উপকৃত হন বিড়ি মালিকরা। ওই কথা শুনে মুখ্যমন্ত্রী বলেন, বিড়ি শিল্প কীভাবে বাঁচানো যায়, সেই চেষ্টা করছে রাজ্য সরকার। বিড়ি শ্রমিকদের জন্য একটি হাসপাতাল করে দেওয়া হবে বলেও জানিয়ে দেন তিনি। এছাড়া পাট শিল্প নিয়েও দিল্লির সঙ্গে কথা হয়েছে বলে মুখ্যমন্ত্রী এদিন জানান। এদিকে, জঙ্গিপুরে বিড়ি শ্রমিকদের হাসপাতাল তৈরি হবে শুনে উচ্ছ্বসিত জেলার বিড়ি শ্রমিকরা।