নিশীথ দাস,বারাসাত, উত্তর ২৪ পরগনা:- ভর সন্ধ্যায় জনবহুল এলাকায় প্রকাশ্যে এক ব্যবসায়ীকে আগ্নেযাস্ত্র ঠেকিয়ে হুমকি দিল দুষ্কৃতীরা। এই ঘটনাকে কেন্দ্রকরে বুধবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাঁচপুকুর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনার কথা জানাজানি হতেই দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে মধ্যমগ্রাম থানা ঘেরাও করে বিক্ষোভে সামিল হয় স্থানীয় মানুষ ও তৃণমূল নেতৃত্ব। আক্রাল্ত ব্যবসায়ী লতিফ বিশ্বাস বলেন, একটি বাইকে করে দুই দুষ্কৃতী এসে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে আমার সহযোগী রফিকুল ইসলামের খোঁজ করে। ও কোথায় বল আমি না বলায় আমাকে মারধর করে চম্পট দেয়।মধ্যমগ্রাম পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাঁচপুকুর এলাকায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হুমকি দেয় দুষ্কৃতীরা।মাথায় হেলমেট পরে থাকায় দুষ্কৃতীদের চিনতে পারেনি আক্রান্ত ব্যক্তি। ৭ নম্বর ওয়ার্ডে হুমাইপুর পাঁচপুকুরে সন্ধ্যেবেলায় কপালে আগ্নেযাস্ত্র ঠেকিয়ে প্রাণে মারার হুমকির খবর চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
আগ্নেযাস্ত্র নিয়ে ফের দুষ্কৃতীদের আনাগোনা বাড়তে থাকায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা।ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, বেশ কিছুদিন ধরেই নতুন করে এলাকায় দুষ্কৃতীদের আনাগোনা বাড়ছে। এর ফলে এলাকার ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন। এই ঘটনার প্রতিবাদে, বুধবার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ তৃণমূল কর্মীরা ও স্থানীয় মানুষ দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে মধ্যমগ্রাম থানার সামনে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে কে বা কারা এই আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দিয়ে গেল,বা এর সাথে কোন রাজনৈতিক যোগসূত্র আছে কিনা তা এখনো জানা যায়নি।এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত গোটা এলাকার বাসিন্দারা।
জনবহুল এলাকায় আগ্নেযাস্ত্র ঠেকিয়ে হুমকি দিলো এক ব্যবসায়ীকে দুষ্কৃতীরা৷
MORE NEWS – আদিবাসীদের নিয়ে নির্বাচনী প্রচার করলেন “শত্রুঘ্ন সিনহা।
কাজল মিত্র:-বুধবার আসানসোলের রবীন্দ্র ভবনে আদিবাসীদের সাথে ধামসা মাদল সহকারে আসানসোল লোকসভার নির্বাচনী প্রচার করেন তৃণমূলের প্রার্থী “শত্রুঘ্ন সিনহা” এদিন প্রার্থী শত্রুঘ্ন সিনহা মাদল বাজিয়ে আদিবাসীদের সঙ্গে তালে তাল মিলিয়ে আদিবাসী নিত্য করে। তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা ছাড়াও এদিনের প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক,আই এন টি টি ইউ সির জেলা সভাপতি তথা আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক,আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় সহ তৃণমূলের নেতৃত্ব। CONTINUE READING