Friday, December 6, 2024
- Advertisement -

জন্মদিনে ছাতা প্রদানের মাধ্যমে প্রখর রৌদ্র এবং বৃষ্টির হাত থেকে বিশেষভাবে সক্ষমদের রক্ষা করার উদ্যোগ সমাজকর্মীর।

- Advertisement -

মাধব দেবনাথ, নদীয়া:- গ্রীষ্মের প্রখর রৌদ্র এবং বর্ষার সূচনা লগ্নে কুড়িজন বিশেষভাবে সক্ষমদের সুরক্ষা ছাতা প্রদান কল্যাণী শান্তিপুরের সমাজকর্মী বিশ্বজিৎ রায়। তার দুই কন্যা এবং স্ত্রী প্রত্যেকের জন্মদিনের এবং তাদের বিবাহ বার্ষিকী এছাড়াও বাড়ির যে কোন অনুষ্ঠানের খরচ বাঁচিয়ে তিনি কিছুটা ভিন্ন ধরনের চিন্তাভাবনা করেন। কখনো দুস্থদের বস্ত্র আহারাদি দিয়ে সহযোগিতা কখনোবা প্রচন্ড শীতে নৈশপ্রহরীদের কম্বল দিয়ে। এবারে তার 39 তম জন্মদিন, তার এবারের আত্মোপলব্ধি বিশেষভাবে সক্ষম যারা মূলত টাই সাইকেল চালিয়ে চলাফেরা করেন, তাদের এক হাত থাকে চেনের মাধ্যমে চাকা ঘোরানোর জন্য অন্যটি ডানদিক বাঁদিক যাওয়ার হ্যান্ডেলে। জন্মদিনে ছাতা,জন্মদিনে ছাতা

দুহাত গাড়ি চালানোর কাজে ব্যস্ত থাকার কারণে স্বভাবতই গ্রীষ্ম এবং বর্ষায় মাথার উপর ছাতি ধরার কোনো উপায় থাকেনা। এ বিষয়ে অভিজ্ঞ এ বিষয়ে অভিজ্ঞ দের সাথে কথা বলে, এক বিশেষ ব্যবস্থা নিয়েছেন তিনি। এর ফলে বিশেষভাবে সক্ষমরা পিছনের সিটের সাথে বেঁধে অনায়াসেই প্রখর রৌদ্রের মধ্যে ছায়া পেতে এবং বৃষ্টির হাত থেকে বাঁচতে পারবেন গাড়ি চালানোর সময়েও। আজ তার শুভ জন্মদিনে আত্মীয় পরিজন বন্ধুদের নিয়ে উপস্থিত হয়েছিলেন বাইগাছি দেবু করের বাগানবাড়িতে। সেখানেই বিশেষভাবে সক্ষম দের কাটা কেক খেয়ে এবছর অভিনব জন্মদিন পালন করলেন তিনি।

জন্মদিনে ছাতা প্রদানের মাধ্যমে প্রখর রৌদ্র এবং বৃষ্টির হাত থেকে বিশেষভাবে সক্ষমদের রক্ষা করার উদ্যোগ সমাজকর্মীর।

MORE NEWS – মহদীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজন করা হল এক ইফতার পার্টির।

মালদা:- মহদীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজন করা হল এক ইফতার পার্টির। রবিবার বিকেলে মহদীপুর হাইস্কুল ময়দানে আয়োজন করা ইফতার পার্টির। প্রায় হাজার জন রোজাদার অংশ নিয়েছিল। উপস্থিত ছিলেন, রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, সুজাপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক আব্দুল গনি, বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা চন্দনা সরকার, মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রতিভা সিং, ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ, মহদীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণা সুতার, তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শুভদীপ সান্যাল, মহদীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আমিরুল হক, তৃণমূল যুব নেতা চন্দন ঘোষ, সহ অন্যান্যরা। জানা যায় এই ইফতার পার্টি শেষে ঈদ উপলক্ষে এক বস্ত্র দান শিবির অনুষ্ঠিত হয়। CONTINUE READING

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments