Friday, December 6, 2024
- Advertisement -

জলঙ্গী থানার ভারপ্রাপ্ত আধিকারিকের দায়িত্ব পেলেন সৌম্য দে

- Advertisement -

মেহেবুব মাসুম মুর্শিদাবাদ :- বদলি হলো মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার ইন্সপেক্টর উৎপল কুমার দাস।  তার এই বদলি হওয়ার পরপর পুলিশ মহলে নতুন এক ভারপ্রাপ্ত আধিকারিকের দায়িত্বভার গ্রহণ করেন এস আই সৌম্য দে। আজ জলঙ্গী থানার ভারপ্রাপ্ত আধিকারিকের দায়িত্ব পেলেন সৌম্য দে। যদিও বদলি হওয়া ইন্সপেক্টর উৎপল কুমার দাসের সঙ্গে এস আই সৌম্য দে জলঙ্গি থানায় বেশ কিছুদিন ধরে কর্মরত ছিলেন। তবে সৌম্য দে জলঙ্গী থানায় আসার আগে গত বছর মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক পদে কর্মরত ছিলেন। তারপর সেখান থেকে তিনি মুর্শিদাবাদ পুলিশ জেলা লাইনে আসেন। তারপর পুলিশ লাইনে বেশ কিছু দিন কাজ করার পর মাস খানেক আগে এস আই হিসেবে জলঙ্গী থানায় আসেন। তবে এদিন এস আই সৌম্য দে -কে ও সি হিসেবে পুরোপুরি ভাবে জলঙ্গী থানায় নিযুক্ত করে। তাকে ওসি হিসেবে পেয়ে খুশি জলঙ্গি থানার মানুষ।

জলঙ্গী থানার ভারপ্রাপ্ত আধিকারিকের দায়িত্ব পেলেন সৌম্য দে

মন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং দলীয় নেতৃত্বের উপস্থিতিতে তৃণমূলে যোগদান কর্মসূচী

দীর্ঘ প্রতীক্ষার পর বাস্তব রূপায়ণ পেল বারাসাত হাটখোলার ইন্দিরা কলোনি 

More News- কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা আয়োজিত হল জামুড়িয়ায়

তিনি বলেছিলেন যে সি পি আই (এম) শাসনে জামুড়িয়ার বিকাশ হয়নি, তবে তিনি সকলের জন্য একজন বিধায়ক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুসরণ করে তিনি সবার জন্য কাজ করবেন। একই সময়ে, কৃষক নেতা দেবব্রত বুদ্ধ তার বিবৃতিতে বলেছেন যে সি পি আই (এম) যুগে কৃষকরা শোষিত হয়েছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনামলে কৃষকদের অবস্থার উন্নতি হয়েছে। বিশেষ করে হরেরাম সিং জামুড়িয়ার বিধায়ক হওয়ার পর থেকে এখানকার কৃষকরা অনেক সুযোগ-সুবিধা পেয়েছেন যা বামফ্রন্টের আমলে পাওয়া যেত না। Continue Reading

More News- অসহায় শীতার্ত মানুষের পাশে একদল ছাত্ররা

যুবরাজ ত্রিবেদী, কালিয়াচক, মালদা :- শীতের তীব্রতা বেড়ে চলেছে আর মালদা জেলার কালিয়াচকের একদল ছাত্র অসহায় মানুষের পাশে ক্রমাগত সাহায্যের হাত বাড়িয়ে চলেছে বিভিন্ন এলাকা জুড়ে। হাড় কাপানো জেঁকে বসেছে অসহায় মানুষের গাঁয়ে। কনকনে শীতে সবচেয়ে বেশি অসুবিধায় হয় অসহায় লোকদের আর সেই কথা ভেবেই অসহায় দুঃস্থ মানুষদের পাশে কলিয়াচকের “ছাত্র সমাজ” এক স্বেচ্ছাসেবী সংগঠন মানুষের পাশে দাঁড়ালো। Continue Reading

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments