মালদা, ২৯ এপ্রিল:- জাতীয় সড়কে পিকআপ ভ্যান এবং ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলো তিন জন যাত্রী। আহতেরা প্রত্যেকেই পিকআপভ্যানের যাত্রী রয়েছেন। আহতদের চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। শুক্রবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটেছে গাজোল থানার পান্ডুয়া এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। এই দুর্ঘটনার খবর পেয়ে পরে ওই এলাকায় যায় গাজোল থানার পুলিশ। বেশ কিছুক্ষণ ওই এলাকার জাতীয় সড়কে যানজটে অবরুদ্ধ হয়ে থাকে। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পান্ডুয়া এলাকায় জাতীয় সড়কে একটি ডাম্পারের সামনে হঠাৎই কয়েকটি ছাগল চলে আসে। সেই গবাদিপশুকে বাঁচাতে গিয়ে ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে আসা যাত্রীবাহী একটি পিকআপ ভ্যানে সজোরে ধাক্কা মারে। তাতেই ওই পিকআপভ্যানের তিন জন যাত্রী গুরুতর জখম হন।
জাতীয় সড়কে পিকআপ ভ্যান এবং ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলো তিন জন যাত্রী।
MORE NEWS – খুশির ঈদের শান্তি-শৃঙ্খলা এবং সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনিক মিটিং, মসজিদ কমিটি এবং ইমামদের সাথে।
নদীয়া:- সামনে ঈদ। সেই ঈদের দিন নদীয়ার শান্তিপুরের স্পর্শ কাতর এলাকাগুলিতে বাড়তি পুলিশের টহলদারির দাবি জানালেন বিভিন্ন মসজিদের ইমামরা। শান্তিপুর শহরের মোট 74 টি মসজিদ রয়েছে। তাদের মধ্যে আজ 34 টি মসজিদের ইমাম এবং অন্যান্য মসজিদের মসজিদ কমিটির লোকজনদের নিয়ে শান্তিপুর থানা তে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকের ডাক দেওয়া হয়েছিল। ওই বৈঠকে বিভিন্ন মসজিদের ইমাম এবং মসজিদ কমিটির সভাপতিরা ছাড়াও উপস্থিত ছিলেন সার্কেল ইন্সপেক্টর গৌরীপ্রসন্ন বন্ধু এবং শান্তিপুর থানার ওসি লাল্টু ঘোষ। সম্প্রতির বাতাবরণ বজায় রেখে ঈদের দিন উচ্চস্বরে মাইক বাজানো মদ্যপান করা থেকে বিরত থাকার জন্য। বিভিন্ন মসজিদের ইমাম এবং মসজিদ কমিটির সভাপতিরা একমত হয়েছেন। তারা আগামীকাল শুক্রবার বিভিন্ন মসজিদে ওই এলাকার মানুষদের সচেতন করার জন্য বার্তা দেবেন। CONTINUE READING
Eid ঈদ উপলক্ষে হটুগঞ্জ আইমা ইউনিট এর উদ্যোগে, শতাধিক জন দুস্থ ব্যক্তিকে নতুন বস্ত্র প্রদান।
হাঁসখালি গণধর্ষণকাণ্ডের পরেই সরিয়ে দেয়া হলো রানাঘাটের পুলিশ সুপার সায়ক দাস কে।