Friday, December 6, 2024
- Advertisement -

জাতীয় সমীক্ষার রেজাল্ট এ চাঞ্চল্য যৌন জীবনে ছেলেদের ছাপিয়ে গেলো মেয়েরা

- Advertisement -

 

টিভি ২০ বাংলা ডেস্ক :-  সামনে এল চমকে দেওয়া তথ্য। যৌনতায় এগিয়ে ছেলেদের থেকে ভারতীয় মেয়েরা।”দ্য ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে”র মাধ্যমে চালানো হয় এই সমীক্ষা।বাছাই করা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেই নারী-পুরুষের যৌন সঙ্গী ও যৌন জীবন নিয়ে চালানো হয় এই সমীক্ষা। জাতীয় এই সমীক্ষার রেজাল্ট এর খবর নিয়েই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সমীক্ষার ফল অনুসারে বিছানায় ছেলেদের থেকে অনেক বেশি প্রগতিশীল মেয়েরা। ভারতের ১১ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের এক লাখ এক হাজার মেয়ে একলাখ পুরুষের থেকে যৌন জীবনে অনেক বেশি এগিয়ে।নারীদের ক্ষেত্রে দেখা গিয়েছে সেইসব এলাকার পুরুষদের থেকে অনেক বেশি সেক্স পার্টনার রয়েছে তাদের।
শেষ ১২ মাসের অভ্যেস নিয়েই করা হয়েছে এই সার্ভে।গড়পড়তা ছেলেদের থেকে মেয়েরা অনেক বেশি নিয়মিত সঙ্গমে অভ্যস্ত। সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে এমনই বিস্ফোরক তথ্য।
উল্লেখ্য গোটা দেশের সমস্ত রাজ্য নয় বাছাই করা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেই হয়েছে এই সমীক্ষা। রাজস্থান,হরিয়ানা, চন্ডীগড়, জম্বু এবং কাশ্মীর, লাদাখ,মধ্যপ্রদেশ,অসম,কেরালা,লাক্ষাদ্বীপ,পুদুচেরি এবং তামিলনাড়ুর ১.১লাখ মহিলা এবং ১ লাখ পুরুষের যৌন জীবন এবং যৌনসঙ্গী নিয়ে চালানো হয়েছে এই সমীক্ষা।
সমীক্ষা অনুযায়ী,এই ১১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে রাজস্থানের মহিলাদের যৌনসঙ্গী সব থেকে বেশি। গড়ে মহিলাদের যৌন সঙ্গীর সংখ্যা যেখানে ৩.১ সেখানে পুরুষদের সেক্স পার্টনার ১.৮।
তবে এই সমীক্ষাতে উঠে এসেছে আরো একটি চাঞ্চল্যকর তথ্য। সঙ্গী বদলের প্রশ্নে দেখা গিয়েছে, মেয়েদের থেকে ছেলেদের যৌনতার ক্ষেত্রে প্রেমিকা বা স্ত্রীর থেকে অপরিচিত সঙ্গীর সঙ্গে বিছানায় যাওয়ার প্রবণতা বেশি।
নিজের বান্ধবী বা স্ত্রী নন। আবার লিভ-ইন সঙ্গীও নয়।অপরিচিত বা স্বল্প পরিচিত ছেলে বা মেয়ের সঙ্গে যৌনসঙ্গমে লিপ্ত হওয়ার প্রবণতা বেশি পুরুষদের। চার শতাংশ পুরুষের মধ্যে এমন অভ্যাস খুঁজে পাওয়া গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments