ওয়েব ডেস্ক :- জামালপুরে বুড়োরাজ মন্দিরে শ্রাবন মাসের সোমবার উপলক্ষে বাবার মাথায় জল ঢালতে যাওয়ার সময় ৪ জন ভক্তের উপড় দিয়ে চললো গাড়ি, ঘটনায় মৃত ২ আহত ২ ।মৃতরা হলেন সমির ঘোষ ও অসিত ঘোষ. প্রসেনজিৎ ঘোষ ও বাপ্পা ঘোষ এই দুজনই গুরুতর আহত তাদের পূর্বস্থলী হসপিটাল থেকে শক্তিনগর হাসপাতালে রেফার করা হয়. স্থানীয় সূত্রে এ দিন সোমবার জানা যায় গতকাল রবিবার রাতে জল নিয়ে একটি নয়জনের দল তাঁরা পাটুলির জামালপুরের বাবা বুড়োরাজের মন্দিরে জল ঢালার উদ্দেশ্যে বেরিয়ে ছিলেন. পারুলিয়ার কাছে বসে বিশ্রাম নেওয়ার সময় একটি ছোট হাতি চার চাকার লেবু বোঝাই গাড়ি তাদের উপর দিয়ে চলে যায়. ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়. পূর্বস্থলী হসপিটালে নিয়ে এলে অপরজনের মৃত্যু হয়. ঘটনায় আরও তিনজনের আঘাত লাগে, দু জন গুরুতর জখম হন যাঁদের পূর্বস্থলী থেকে শক্তিনগর হসপিটালে স্থানান্তরিত করা হয়. ঘটনায় নেমেছে শোকের ছায়া.