Monday, January 13, 2025
- Advertisement -

 জাহালদা’য় “ওয়ান ক্লাব ” এর মানবিক উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

- Advertisement -

চয়ন দাস, পশ্চিম মেদিনীপুর :- পশ্চিম মেদিনীপুরের জাহালদা এলাকায়, জাহালদা বাসস্ট্যান্ডে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। শিবির আজ সপ্তম বর্ষে পদার্পণ করলো। বিগত বছরের ন্যায় চলতি বছরে রক্তদান শিবিরের আয়োজনে হাত বাড়ান ক্লাবের সদস্য ও সমাজসেবক রা। এই রক্তদান শিবিরে প্রায় ষাট জন রক্তদান করেন। ক্লাবের সদস্যরা বলেন, আমাদের আয়োজিত এই রক্তদান শিবিরের ফলে, অসহায় ও দুস্থ মানুষদের আমরা রক্ত বিলি করতে পারছি। তাছাড়া এই শিবিরের ফলে মানুষেরা অনুপ্রাণিত হচ্ছেন। আজ এই রক্তদান শিবিরে, স্থানীয় ও নিকটবর্তী শুভানুদ্ধায়ী মানুষেরা রক্তদান করেছেন। আমরা কোভিড প্রটোকল মেনেই শিবির টি পরিচালনা করেছি। আরো বলেন,আমরা এই রক্তদান শিবিরকে লক্ষ্য করে অন্যান্য কর্মসূচি ও আয়োজন করতাম। কিন্তু, কোভিডের ফলে কোনো কর্মসূচি আমরা পালন করিনি। অতএব, কোভিদের প্রভাব হ্রাস পেলে , আমরা আগামী বছর থেকে অন্যান্য কর্মসূচি ও আয়োজন করবো। ওয়ান ক্লাব

জাহালদা’য় “ওয়ান ক্লাব ” এর মানবিক উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

More News- জনমত গঠনে সমাজ সচেতনার প্রসারে বর্তমান যুগের সংবাদমাধ্যম ও সংবাদপত্রের গুরুত্ব

সংবাদ পত্র পড়ার মধ্য দিয়ে আমরা জানতে পারি আগামী দিনের আবহাওয়া,জানতে পারি বিভিন্ন দেশের নতুন নতুন আবিষ্কার,জানতে পারি আমাদের গণতান্ত্রিক দেশের গুরুত্বপূর্ণ সব রাজনৈতিক খবর। আমাদের দেশে সাধারণ মানুষদের মধ্যে জনমত গঠনে সংবাদপত্র কতখানি সক্ষম? সেই সংবাদপত্রের ভূমিকা নিয়েই আজকের বিষয় অতীতের ইউরোপের রোমান সাম্রাজ্যে বিভিন্ন বার্তা মানুষের মধ্যে প্রচার ও প্রেরণের উদ্দেশ্যে পাথরের ফলকে লিখে রাজপথের বিভিন্ন দেয়ালে টাঙিয়ে দেওয়া হত। মধ্যযুগীয় ভারতবর্ষে সুলতানি যুগে বিভিন্ন রাজনৈতিক নির্দেশনামা প্রচারের উদ্দেশ্যেও এই ধরনের পত্রের প্রচলন ছিল। এরপর ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন কালে সপ্তদশ শতাব্দী শেষ লগ্নে ১৭৮০ সালে জেমস হিকির হাত ধরে শুরু হয় ভারতবর্ষের প্রথম পত্রিকা বেঙ্গল গেজেট। Continue Reading

More News- এই সপ্তাহে মঙ্গলাহাট বন্ধ

অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া :- হাওড়া জেলা প্রশাসন করোনা সংক্রমণ রোধে এই সপ্তাহে মঙ্গলাহাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসনের এই সিদ্ধান্তে হাট ব্যবসায়ীরা ক্ষোভে ফেটে পড়েন। সোমবার দিন হাট ব্যবসায়ীরা তাদের পণ্য সামগ্রী নিয়ে রাস্তার ফুটপাতে দোকান লাগিয়ে ছিলেন। রমরমিয়ে বিকিকিনি ও চলছিলো।সহসা পুলিশ এসে হাট ব্যবসায়ীদের উঠিয়ে দেয়। এরপর হাট ব্যবসায়ীরা প্রশাসনের দিকে প্রশ্ন তুলে বলেন, “হাওড়ায় অন্যান্য যে সব হাট রয়েছে, Continue Reading

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments