হ্যাঁ ঠিকই শুনেছেন, ফের জি এস টি বসানো হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর। আপনি যদি খুচরো চাল, ডাল, মুড়ির মতো নিত্য প্রয়োজনীয় জিনিস প্যাকেট কিনে ব্যবহার করতে অভ্যস্ত হন, তাহলে আপনার সংসার খরচ বাড়তে চলেছে। কারণ আজ থেকে প্যাকেট বন্দি খাবারে জি এস টি বসছে। ৫ শতাংশ জিএসটি বসছে প্যাকেট বন্দি খাবার, দই, বাটার মিল্ক, পনির, বিভিন্ন গুড়, অপ্রক্রিয়াজাত চিনি, প্রাকৃতিক মধু, মুড়ি, চিড়ে, খই, মুড়কি, বার্লি, ওটস, চাল, গম, আটার মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসের। আইসিইউ বাদে হাসপাতালে দিনে পাঁচ হাজার টাকার বেশি ভাড়া অন্যান্য ঘরে।
১২ শতাংশ জি এস টিলাগু হয়েছে সোলার হিটার, চর্মজাত দ্রব্য, যে কোনও ধরনের চার্ট বা ম্যাপ, এবং বিভিন্ন হোটেল গুলিতে হাজার টাকার কমে ঘর গুলিতে। শুধু এখানেই শেষ নয়,১৮ শতাংশ জি এস টি বসছে চেক বই ও খুচরো পাতায়, ১৮ শতাংশ জি এস টি বসছে লেখার ও ছাপার কালি, ব্লেড, ছুরি, ছবি আঁকার যন্ত্রপাতি, টেট্রা প্যাক এবং কৃষিজ ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রের উপর। জি এস টি বৃদ্ধির এই সিদ্ধান্ত দেশে এমনিতেই চড়া মূল্য বৃদ্ধিকে আরও ঠেলে তুলতে পারে আর্থিক বিশেষজ্ঞদের মতামত। আসুন দেখা যাক এ বিষয়ে আমাদের ক্যামেরার মুখোমুখি কি বলছেন একজন ব্যবসায়ী
জি এস টির ধাক্কায় বাড়ছে দাম, বিপাকে সাধারণ মানুষ
More News – কেবলমাত্র পশ্চিমবঙ্গের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের জন্য 10 হাজার টাকা স্কলারশীপ ঘোষণা মুখ্যমন্ত্রীর।
মেধাবী হলেও বহু পড়ুয়া আর্থিকভাবে পিছিয়ে থাকার কারণে অনেক সময় উচ্চশিক্ষা (Nabanna Scholarship) গ্রহণ করতে পারেন না। আর সেই দিকেই লক্ষ্য রেখেই সরকারের পক্ষ থেকে একাধিক স্কলারশিপ Scholarship এর বন্দোবস্ত করা হয়েছে। সেই সমস্ত স্কলারশিপ পড়ুয়ারা পেলে উচ্চশিক্ষা গ্রহণের পথে কোনো সমস্যা তৈরি হবে না। রাজ্যে ইতিমধ্যেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে। এমন একটি স্কলারশিপের বিষয়ে বিস্তারিত জানানো হবে। যে স্কলারশিপ নিলে পড়ুয়ারা পড়াশুনা করে এগিয়ে যেতে পারবে। Continue Reading