Saturday, December 7, 2024
- Advertisement -

জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার

- Advertisement -

প্রতিনিধি ,দেবাশীষ পাল, মালদা:-দীর্ঘদিন ধরে আন্ডারপাসের কাজ চলছে মালদা শহরের রথবাড়ি এলাকায়। আজও চালু হয়নি সেই আন্ডারপাস।বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ আপলাইনে দীর্ঘক্ষণ একটি মালগাড়ি দাঁড়িয়ে থাকায় চরম সমস্যায় পড়েন হাজার হাজার মানুষ।দীর্ঘক্ষন মালগাড়ি দাঁড়িয়ে থাকার কারণে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের তলা দিয়ে পার হতে দেখা যায় বহু মানুষকে।কাউকে দেখা যায় দুটি বগির মাঝখান দিয়ে রেললাইন পার হতে। জীবনের ঝুঁকি নিয়ে শিশু ও মহিলারাও মালগাড়ির নিচ দিয়ে পার হন রেললাইন।উদাসীন রেল কর্তৃপক্ষ।যদিও এই বিষয়ে রেল কর্তৃপক্ষ কোনো মন্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পর রেল দপ্তর শুরু করে আন্ডারপাসের কাজ। দীর্ঘদিন হয়ে গেলেও আন্ডারপাসের কাজ শেষ করতে পারেনি রেল দপ্তর।আর কয়েকদিন বাদেই বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। এই সময় লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে মালদা শহরে। রেললাইনের পারে বিভিন্ন ক্লাবের প্রতিমা দর্শন করতে ভিড় জমান বহু মানুষ।স্থানীয়দের দাবি পুজোর আগে আন্ডারপাস দিয়ে যদি মানুষ চলাফেরা করতে পারত তাহলে ঝুঁকি কমত অনেকটাই।বৃহস্পতিবার যেভাবে দারিয়ে থাকা মালগাড়ির নিচ জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার করেন তা দেখে সিউড়ি ওঠার মতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments