নিজস্ব প্রতিনিধি মুর্শিদাবাদ :- মুহাম্মদ সাঃ এর সম্পর্কে বিজেপি মুখপাত্র নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের একটি কুরুচিকর বিতর্কিত মন্তব্যে উত্তাল হয় গোটা বিশ্ব । আর সেই নুপূর শর্মার বিতর্কিত মন্তব্যের আঁচ এসে পড়েছে পার্শ্ববর্তী মুসলিম দেশগুলোতে । একাধিক মুসলিম দেশ গুলোথেকে ভারতের বিজেপি মুখপাত্র নুপূর শর্মা ও নবীন কুমার জিন্দালের বিরুদ্ধে তোপ দাগেন। তাদের বক্তব্য একটাই যাঁরা নবী সাঃ কে যারা অবমাননা করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, শাস্তি দেওয়া হোক । কিন্তু এক্ষেত্রে ভারতের পার্শ্ববর্তী রাজ্য গুলিতে দেখা গেল ভিন্ন চিত্র। নবী সাঃ কে অবমাননার জেরে বিভিন্ন জেলায় জেলায় মুসলিম সম্প্রদায় মানুষদের দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন নবী সাঃ কে অবমানাকারীদের বিরুদ্ধে কঠিন শাস্তি দেওয়া হোক তাদের ফাঁসি দেওয়া হোক। বিজেপি নেত্রী নুপূর শর্মার পয়গম্বর সম্পর্কে এরকম কুরুচিকর মন্তব্যের নিন্দা জানিয়ে জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান জেলাবাসীর উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় বলেন,
বর্তমান পরিস্থিতিতে আপামর জেলাবাসীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি আপনারা জেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখুন । জনসাধারণের নিকট আবেদন ও অনুরোধ করছি আপনারা যদি সোশ্যাল মিডিয়ায় কোনো রকম কুরুচিকর বা উস্কানি মূলক বক্তব্য বা ম্যাসেজ ও ভিডিও দেখতে পান তাহলে অবশ্যই তৎক্ষণাৎ নিকটবর্তী পুলিশ প্রশাসনকে জানাবেন, কোনরকম বিশৃঙ্খলা সৃষ্টি বা আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করবেন না । শান্তি শৃঙ্খলা সম্প্রীতি ও ভাতৃত্বের মেলবন্ধন বজায় রাখবেন।