মেহেবুব মাসুম মুর্শিদাবাদ :- হযরত মুহাম্মদ সাঃ এর সম্পর্কে বিজেপি মুখপাত্র নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের একটি কুরুচিকর বিতর্কিত মন্তব্য উত্তাল হয় সোশ্যাল মিডিয়া । যার আঁচ এসে পড়েছে ভারতের পার্শ্ববর্তী মুসলিম দেশগুলোতে । একাধিক মুসলিম দেশ গুলোথেকে ভারতের বিজেপি মুখপাত্র নুপূর শর্মা ও নবীন কুমার জিন্দালের বিরুদ্ধে তোপ দাগেন। তাদের বক্তব্য একটাই যাঁরা নবীকে অবমাননা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, শাস্তি দেওয়া হোক । কিন্তু এক্ষেত্রে ভারতের পার্শ্ববর্তী রাজ্য গুলিতে দেখা গেল ভিন্ন চিত্র। নবীকে অবমাননার জেরে বিভিন্ন জেলায় জেলায় মুসলিম সম্প্রদায় মানুষদের বিক্ষোভ প্রদর্শন নবীকে অবমানাকারীদের বিরুদ্ধে কঠিন শাস্তি দেওয়া হোক তাদের ফাঁসি দেওয়া হোক। গতকাল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন।
“বিজেপির যে সকল নেতা ও মন্ত্রীরা বিতর্কিত মন্তব্য করছেন, তারা দেশের মধ্যে অশান্তির সৃষ্টি করতে চাইছে। এর ফলে দেশের অভ্যন্তরে সাম্প্রদায়িক বিভাজন দেখা দিতে পারে” । তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক ।
কিন্তু এতেও দমে যাননি মুসলিম সম্প্রদায়। তারা প্রতিনিয়ত নবীকে অবমাননাকারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল প্রদর্শন করছেন। কিন্তু এই বিক্ষোভ মিছিলে যাতে মুর্শিদাবাদ জেলার মানুষ কোনোভাবেই অসুবিধেই না পড়ে সেই জন্য আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুক্রবার বহরমপুর তৃনমূল কংগ্রেস কার্যালয়ে মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে মুর্শিদাবাদ জেলাবাসীকে জেলায় শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন ।