Saturday, December 7, 2024
- Advertisement -

জেলার খবর

- Advertisement -

জেলার খবর – মালদা জেলা প্রশাসনের পর এবার জেলা পরিষদের করোনা থাবা।

পার্থ ঝা,মালদা; পুলিশের মালদা রেঞ্জের ডিআইজি অলোক রাজোরিয়া করোনা আক্রান্ত হবার পর এবার কোনার থাবা মালদা জেলা পরিষদ। প্রশাসনিক সূত্রে করোনা আক্রান্ত মালদা জেলা পরিষদের কর্মী 31 জন। আপাতত বন্ধ করে দেয়া হলো জেলা পরিষদের দরজা। কর্মীরা ঘরে বসেই কাজ ছাড়বেন টেলিফোনে। প্রশাসন সূত্রে খবর মালদা জেলার বিভিন্ন ব্লকের বিডিও রাও আক্রান্ত হয়েছে। তবে একই অবস্থা প্রশাসনিক ভবনেরও। ফলে এক রকম কাজকর্ম শিখেই উঠেছে। তবে আরও জানা যায় মালদা জেলার বিভিন্ন হাসপাতাল ডাক্তাররাও করণ আক্রান্ত। স্বপন মিশ্র মালদা জেলা পরিষদের এক সদস্য জানান আমরা প্রশাসনের নির্দেশ মেনে কাজ করছি। এবং কি খুব জরুরী কাজ থাকলে আমাদের অফিসে যাওয়ার নির্দেশ আছে। মালদা জেলায় হু হু করে করোনা সংক্রমণ বাড়ছে। এই ঘটনায় জেলা জুড়ে উদ্বেগ ছড়িয়েছে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে করোনা আক্রান্ত দুজন রোগী এখন ভর্তি আছেন।

More News- করোনা সচেতনতায় এবার পথে নামলো দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস

সেখ ওলি মহম্মদ ,বীরভূম :- করোনার তৃতীয় ঢেউ ওমিক্রন ভাইরাস হু হু করে বাড়ছে দেশে। ফলে পশ্চিমবঙ্গেও করোনার সংক্রমণ বেড়েই চলেছে। তাই করোনা সচেতনতার জন্য আজ বীরভূম জেলার দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দুবরাজপুরে রানিগঞ্জ মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে পথচলা মানুষদের মুখে মাস্ক পরানো হয়। পাশাপাশি গাড়ী দাঁড় করিয়ে চালকদের মুখে মাস্ক পরানো হয়। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক মুখার্জি, দুবরাজপুর পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য মির্জা সৌকত আলী, প্রাক্তন কাউন্সিলার সেখ নাজির উদ্দিন, দুবরাজপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সাগর কুন্ডু, বিশিষ্ট সমাজসেবী গুরুপদ দাস সহ আরো অনেকে।

কোতুলপুর এ বারবার পুলিশ মাইকিং করে সতর্ক করছে এবং তাদের মাক্স নেই তাদের মাক্স পরিয়ে দিচ্ছে

মুখ্যমন্ত্রীর ঘোষণা মতে ,লক ডাউন কাটিয়ে স্বাচ্ছন্দে ফিরছে দীঘা

সুচিন্ত গোস্বামী, বাঁকুড়া কোতুলপুর :- কোতুলপুর এ বারবার পুলিশ মাইকিং করে সতর্ক করছে এবং তাদের মাক্স নেই তাদের মাক্স পরিয়ে দিচ্ছে তা সত্ত্বেও কিছু সবজান্তা মানুষ তারা কিন্তু মাছ না পড়েই রাস্তার মধ্যে ঘোরাঘুরি করছে এবং আজ কোতুলপুর এ শুক্রবার চোখে পড়ার মতন দেখা গেল এতে কি কমবে না বাড়বে এটাই এখন প্রশ্ন চিহ্ন.

More News- শুক্রবার সকাল থেকেই সাধারণ মানুষদের সচেতন করতে বাঁকুড়া ভৈরব স্থান এলাকায় পথে নামলেন বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা

নিজস্ব প্রতিনিধি ,বাঁকুড়া : নতুন বছরে করোনা সংক্রমনের হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই বাঁকুড়া শহরে দুটি জায়গায় কনটেইনমেন্ট জোন চিহ্নিত করেছে জেলা প্রশাসন। আজ শুক্রবার সকাল থেকেই সাধারণ মানুষদের সচেতন করতে বাঁকুড়া ভৈরব স্থান এলাকায় পথে নামলেন বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা। কখনো কড়া ধমকের সুরে সাধারণ মানুষদের সচেতন করলেন আবার কখনো হাত জোড় করে অনুরোধ জানালেন তারা যেন বাড়ি থেকে বেরোলে অবশ্যই মাক্স পড়েন। কোথায় আবার নিজের হাতেই সাধারণ মানুষদের মাস্ক পরিয়ে দিতে দেখা গেল বিধায়ক কে। সমাজের সচেতন নাগরিক হিসেবে বিধায়কের কর্তব্য কে সাধুবাদ জানাচ্ছি এলাকার সাধারণ মানুষ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments