Friday, December 6, 2024
- Advertisement -

জেলা ভাগ নয়, এবার “মুর্শিদাবাদ” কে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি নিয়ে সরব হলেন বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ

- Advertisement -

 

নিজস্ব সংবাদদাতা :- সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর ৭ টি নতুন  জেলাভাগের ঘোষণার পরেই  নাম নিয়ে শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক মহলে চর্চা । মুর্শিদাবাদ জেলার নাম  বাদ দিয়ে নতুন জেলার নামকরণ হলে আন্দোলনের হুমকিও দিচ্ছেন কোনো কোনো রাজনৈতিক দল । যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলাভাগের এর মাঝেই মুর্শিদাবাদকে ভাগ না করে কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণার দাবিতে এবার সরব হলেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ। মঙ্গলবার মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ বলেন, বাংলা বিহার ওড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের নাম একটি আবেগ। জেলাভাগ করে মুর্শিদাবাদের নাম  মুছে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী । রাজ্যের থেকে এগিয়ে মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি জানিয়েছেন তিনি । নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ লেখেন —

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0nnKoBenkCJLoDgNDP9MznoudsEsfncRWVSE6WLsjqvQV87bwVNe6kNZ3inHQX1UUl&id=100063693371059

মাননীয়া যদি মুর্শিদাবাদ জেলা ভেঙে মুর্শিদাবাদের ইতিহাস ভুলিয়ে দিতে চান,তবে আমি ভারত সরকারের কাছে দাবি জানাচ্ছি, অবিভক্ত মু্র্শিদাবাদ জেলাকে তারা যেন তাদের অধীনে নিয়ে “মুর্শিদাবাদ” নামে একটি পূর্ণাঙ্গ কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করে আমাদের অবিভক্ত বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের হৃত গৌরব আমাদের ফিরিয়ে দেন ।

পাশাপাশি বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ ঠিক কয়েকঘন্টা পরেই  সোশ্যাল মিডিয়ায় আরেকটি পোষ্ট করে বলেন,  মুর্শিদাবাদ জেলাকে বিভক্ত করে  মুর্শিদাবাদের ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চক্রান্তের প্রতিবাদে,  “মুর্শিদাবাদ” নামে একটি পূর্ণাঙ্গ কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করে আমাদের অবিভক্ত বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের হৃত গৌরব আমাদের ফিরিয়ে দেওয়ার  জন্য, মাননীয়া রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় রাজ্যপাল কাছে চিঠি দিয়ে আবেদন জানালেন ।

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0kbkVwzh445Hiq944zRBscUvxSZfP34jvYu5fkzqAbfqzQo64jy4kivxW6A7YKDN8l&id=100063693371059

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments