Wednesday, January 22, 2025
- Advertisement -

জোর করে জমি দখল করে গাছ কেটে নেওয়ার অভিযোগ তৃণমূল সভাপতির বিরুদ্ধে

- Advertisement -

টিভি 20 বাংলা ডেস্ক :- জোর করে জমি দখল, বে আইনি ভাবে কেটে ফেলা হচ্ছে একের পর এক গাছ। প্রতিবাদ করলেই প্রাণনাশের হুমকি জমির মালিক এবং প্রতিবেশীদের। অভিযোগ তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়া রানাঘাট থানার নপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিদ্যানন্দপুর এলাকায়। জানা যায় ওই এলাকার বাসিন্দা, দুলাল বিশ্বাসের স্ত্রীর প্রায় 23 বিঘা জমি। হঠাত বেশ কয়েকদিন ধরে ওই জমিতে বহিরাগতরা এসে নজরদারি চালাচ্ছে বলে অভিযোগ। গত কয়েক দিন আগে ওই জমির উপর থাকা একাধিক গাছ কেটে ফেলা হচ্ছে। জমির মালিকের অজান্তেই চলছে গাছ কাটা। প্রশ্ন করলে বলা হচ্ছে ওই এলাকার তৃণমূল অঞ্চল সভাপতি মন্ডল গাছ গুলি বিক্রি করে দিয়েছে। দুলাল বিশ্বাস বলেন বেশ কিছু দিন ধরে তাঁকে কয়েকটি নাম্বার থেকে ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

জোর করে জমি দখল করে গাছ কেটে নেওয়ার অভিযোগ তৃণমূল সভাপতির বিরুদ্ধে

এলাকাবাসী গাছ কাটার এবং জমি দখলের প্রতিবাদ করলে তাদের ও খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। যদিও এই ঘটনার কথা অস্বীকার করেছে নোয়াপাড়া অঞ্চলের তৃণমূল সভাপতি সুরেন মন্ডল। তিনি বলেন এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। বরং ওই এলাকার এক বিজেপি নেতা এই জমি দখলের সঙ্গে জড়িত। যদিও ওই এলাকার বিজেপি নেতৃত্ব দাবি তৃণমূল শুধুমাত্র নোয়াপাড়া নয় সারা রাজ্য জুড়ে এই বে আইনী কাজ কর্মের সঙ্গে জড়িত।

More News – আঁকি বুকি পিচের রাস্তা ধরে পৌঁছে যাওয়া যায় শুশুনিয়া পাহাড়ের সম্মুখে ।

টিভি 20 বাংলা ডেস্ক :- বাঁকুড়া শহর থেকে কিলোমিটার ২২ বেরোলেই আঁকি বুকি পিচের রাস্তা ধরে পৌঁছে যাওয়া যায় শুশুনিয়া পাহাড়ের সম্মুখে। আর এই পাহাড়ের পিছন দিকে চরৈবতিতে গেলে চোখে পড়ে সবুজ বনানীতে ঘেরা শিউলিবোনা গ্রাম আর সেখানে পৌঁছে গেলেই মিলতে পারে এক অদ্ভুত প্রাকৃতিক দৃষ্টিননন্দন। এই গ্রামের ঠিক আগে নুড়ি পাথর বিছানো খাড়া পথে এবং সবুজ আগাছাকে পিছনে ফেলে দুর্গম পথ বেয়ে উঠে আসলে পাওয়া যেতে পারে এক অদ্ভুত প্রত্নতাত্ত্বিক নিদর্শন।

শুশুনিয়া পাহাড়ের ওপরে মোটামুটি ২৫০ মিটার উঠলে একটা বিশাল পাথরের দেওয়াল, তাঁর গায়ে উৎকীর্ণ করা আছে সিংহল রাজ চন্দ্রবর্মার শিলালিপি। শিলালিপিটি টিনের শেড আর তারের জাল দিয়ে ঘেরা।

“পুষ্করণধিপতে মহারাজ শ্রীসিংহবর্মণঃ পুত্রস্য
মহারাজ শ্রীচন্দ্রবর্মন কৃতিঃ
চক্রস্বামীন দাসগ্রেনাতি সৃষ্টঃ”। Continue Reading

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments