আইয়ুব আলী, মুর্শিদাবাদ:- মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে কান্দি মহকুমা হাসপাতালে 102 আম্বুলান্স চালকের বিরুদ্ধে জোর করে 400 টাকা নেওয়ার অভিযোগ তুলে ভরতপুর 1 নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক মুক্তিনাথ ব্যাপারীর কাছে লিখিত অভিযোগ দায়ের করল ভরতপুরের এক মহিলা। অভিযোগকারিণী পিয়ারী বিবি জানান শনিবারের দিন তার দেওরের মেয়ে আয়েশা খাতুন আঠা খেয়ে ফেলে তাকে তড়িঘড়ি উদ্ধার করে ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে সেখানকার চিকিৎসকেরা আয়েশা খাতুনকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তর করলে ভরতপুর 1 নম্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের তৎপরতায় বিনামূল্যে 102 অ্যাম্বুলেন্সে করে কান্দি মহকুমা হাসপাতালে যাই পিয়ারী বিবি তার অসুস্থ দেওরের মেয়েকে নিয়ে। কিন্তু কান্দি মহকুমা হাসপাতাল পৌছতেই পিয়ারী বিবির কাছে জোর করে 400 টাকা চেয়ে নেওয়ার অভিযোগ উঠলো ওই অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে।
সরকারি পরিষেবা 102 অ্যাম্বুলেন্সের চালকের বিরুদ্ধে জোর করে টাকা নেওয়ার অভিযোগ তুলে সোমবার ভরতপুর 1 নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক মুক্তিনাথ ব্যাপারীর কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন এবং সংশ্লিষ্ট 102 অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবার দাবি জানালেন তিনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভরতপুর 1 নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক মুক্তিনাথ ব্যাপারে জানান তিনি এই বিষয়ে সংশ্লিষ্ট 102 অ্যাম্বুলেন্স চালকের সঙ্গে কথা বলবেন এবং যদি এই ঘটনা সত্য প্রমাণ হয় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ যথাযথ ব্যবস্থা নেয়া হবে। তবে এই ঘটনার পর নিন্দার ঝড় সব মহলে।
জোর করে 102 অ্যাম্বুলেন্সে টাকা নেওয়ার অভিযোগ তুলে ভরতপুর 1 নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিকের দ্বারস্থ এক মহিলা।
MORE NEWS – পুরুলিয়ার পুরনো ঝালদা থানায় আগুন।
Tv20Bangla:- পুরুলিয়ার পুরনো ঝালদা থানায় আগুন। হঠাৎ করে আগুন লাগায় তীব্র চাঞ্চল্য ছড়ায় ঝালদা শহরে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১টি ইঞ্জিন।ঘণ্টাখানেকের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ঝালদা শহরের মাঝে রয়েছে পুরনো ঝালদা থানার বিল্ডিং। নতুন ঝালদা থানা বিল্ডিং শহর থেকে একটু দূরে স্থানান্তর হলেও পুরনো ঝালদা থানায় এখনো রয়েছে পুলিশ ব্যারেক। রয়েছে পুলিশের কোয়াটার। থানা ক্যাম্পাসের ভেতর হঠাৎ করেই আগুন লেগে যায়। দাঁড়িয়ে থাকা প্রায় প্রায় ৪০ টি বাইক এই আগুনে ভষ্মিভূত হয়ে যায়। আগুন লাগার সঠিক কারণ না জানা গেলও জানা যাচ্ছে অন্নপূর্ণা পূজোর একটি শোভাযাত্রা যাওয়ার সময় পটকা ফাটানো হচ্ছিল। CONTINUE READING