Monday, January 13, 2025
- Advertisement -

জ্বালানি ও গ্যাসের দাম বৃদ্ধি প্রতিবাদে সিলিন্ডার চাপিয়ে রিক্সা চালিয়ে অভিনব প্রচার কংগ্রেস প্রার্থীর।

- Advertisement -

কাজল মিত্র :- আসানসোল লোকসভা উপনির্বাচন ঘিরে অভিনব কায়দায় প্রচার সারলেন কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুঁইতনডি ।এদিন তিনি জ্বালানি ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে শনিবার সকালে  ঠ্যালা রিক্সায় খালি সিলিন্ডার চাপিয়ে নিজে রিকশা চালিয়ে আসানসোলের জিটি রোডের গীর্জা মোড় থেকে হটন রোড, এস বি গরাই রোডে গিয়ে অভিনব প্রচার করলেন আসানসোল লোকসভা উপনির্বাচনের কংগ্রেসের প্রার্থী প্রসেনজিৎ পুইতুন্ডি। তার সঙ্গে ছিলেন আসানসোল পুরনিগমের কাউন্সিলর এস এম মুস্তফা, প্রাক্তন কাউন্সিলর অশোক রায় ও শাহ আলম। এফিন কংগ্রেসের প্রার্থী তার অভিনব প্রচার নিয়ে বলেন, আজ পেট্রোল ১১০ টাকা পার করেছে। ডিজেল ১০০ টাকা ছুঁই ছুঁই। আর রান্নার গ্যাস হাজারে পৌঁছেছে। আর ইউপিএ জমানায় সামান্য কিছু দাম বাড়লে বিরোধীরা ত্রাহি ত্রাহি রব তুলতো। এখন? আমি এরই প্রতিবাদে এই ভাবে মানুষের কাছে যাচ্ছি, আর বোঝানোর চেষ্টা করছি, রাজ্য ও কেন্দ্র দুই সরকারই কতটা বিপজ্জনক।

জ্বালানি ও গ্যাসের দাম বৃদ্ধি প্রতিবাদে সিলিন্ডার চাপিয়ে রিক্সা চালিয়ে অভিনব প্রচার কংগ্রেস প্রার্থীর।

MORE NEWS – উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পানীয় জলের বোতল ও কলম দিয়ে শুভেচ্ছা জানালেন ছাত্র যুব তৃণমূলের কর্মীরা।

কাজল মিত্র : রাজনীতি নয় সামাজিক কাজের অঙ্গ হিসেবেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পানীয় জলের বোতল ও কলম দিলেন ছাত্র যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা।আজ অর্থাৎ শনিবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২২।এই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বারাবনির বিধায়ক তথা আসানসোল মেয়র বিধান উপাধ্যায় সহ বিভিন্ন রাজনৈতিক দল শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। এর পাশাপাশি তাদের উৎসাহিত করতে কখনো জলের বোতল আবার কখনো কলম দেওয়া হয়েছে। আর সে মতেই এ দিন দোমহানি গার্লস হাই স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পানীয় জলের বোতল ও একটি করে কলম প্রদান করল ছাত্র যুব তৃণমূলের কর্মীরা। তবে এই কর্মসূচির সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই নিতান্তই সামাজিক কর্মসূচি হিসেবে দেখছে কর্মীরা।ছাত্রযুব তৃণমূলের এই কর্মসূচি কে স্বাগত জানিয়েছেন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। CONTINUE READING

দুই পৌরসভার চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন কাউন্সিলর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কার্তিক ঘোষ।

কান্দিতে পুরনো বিবাদের জেরে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠলো কয়েকজন দুষ্কৃতীর বিরূদ্ধে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments